শুটিংয়ে ড্রোনের আঘাতে গুরুতর আহত টয়া

| শনিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:১২ পূর্বাহ্ণ

নাটকের শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। চলন্ত ড্রোনের পাখার আঘাতে গুরুতর আহত হয়েছেন তিনি। গত বৃহস্পতিবার উত্তরার ৫ নম্বর সেক্টরে ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাণাধীন ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ ক্যাম্পেইনের নাম ঠিক না হওয়া একটি নাটকের শুটিং চলাকালে দুর্ঘটনাটি ঘটে। রাসেল শিকদারের পরিচালনায় নাটকটিতে টয়ার বিপরীতে অভিনয় করছিলেন তামিম মৃধা।
বিষয়টি নিশ্চিত করে বিশ্বস্ত একটি সূত্র জানায়, শুটিংয়ের প্রয়োজনে নাটকটির সেটে ড্রোন উড়ানো হয়েছিল। শট নেওয়ার এক পর্যায় হুট করে ড্রোনটি ছুটে এসে টয়ার চোখের উপরে আঘাত করে। সঙ্গে সঙ্গে প্রচুর রক্ত ঝড়তে শুরু করে। এরপর শুটিং বন্ধ করে তৎক্ষণাৎ টয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাতটি বেশ গুরুতর হওয়ায় তার অস্ত্রোপচার করা হয়। খবর বাংলানিউজের।

পূর্ববর্তী নিবন্ধজেফ বেজোসের জাহাজকে পথ দিতে ভাঙা হচ্ছে শতবর্ষী সেতু
পরবর্তী নিবন্ধ২ হাজার বছরের বরফ গলে যাচ্ছে ২৫ বছরে