শুটিংয়ে সাহায্যকারী মানুষকে শ্রদ্ধা জানালেন শাকিব খান

| শনিবার , ৩ মে, ২০২৫ at ৭:২৫ পূর্বাহ্ণ

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ছিল। দিনটি উপলক্ষে শুটিংয়ে সাহায্যকারী মানুষকে শ্রদ্ধা জানালেন ঢাকাই সিনেমার সুপারস্টার চিত্রনায়ক শাকিব খান। সামাজিকমাধ্যমে এক পোস্টে এই নায়ক জানান, পর্দার সামনে না থাকলেও প্রতিটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম। ওই পোস্টে শাকিব খান লেখেন, দিনরাত পর্দার আড়ালে থেকে শুটিং স্পটে নিরলসভাবে কাজ করে যান কিছু মানুষ। তারা ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু প্রতিটি দৃশ্যের পেছনে থাকে তাদের নিঃশব্দ শ্রম। প্রযোজক, পরিচালক কিংবা অভিনয়শিল্পীদের বসার চেয়ার এগিয়ে দেওয়া থেকে শুরু করে লাইট বসানো, সেট তৈরি, খাবার পরিবেশন; সবকিছুতেই তারা জড়িয়ে থাকেন অদৃশ্য এক ছায়ার মতো। খবর বাংলানিউজের।

পর্দার পেছনে থাকা এসব মানুষকে শ্রদ্ধা জানিয়ে শাকিব লেখেন, একটি ভালো চলচ্চিত্র নির্মাণে এসব শ্রমিকের অবদান অপরিসীম। তাদের অক্লান্ত পরিশ্রম ছাড়া কোনো চলচ্চিত্রই সফলভাবে বাস্তবায়ন সম্ভব নয়। আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রদ্ধা জানাই এসব শুটিংকর্মীসহ পৃথিবীর প্রতিটি শ্রেণিপেশার পরিশ্রমী মানুষদের, যারা নীরবে নিভৃতে নিজেদের শ্রম দিয়ে যান আমাদের কাজগুলো সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে।

পূর্ববর্তী নিবন্ধজয়ার নতুন সিনেমা মুক্তি পাচ্ছে ১৬ মে
পরবর্তী নিবন্ধবন্ধ আকাশসীমা : চাপে ভারত-পাকিস্তান