শুটিংয়ে ভারতকে আরো একটি পদক জিতিয়ে ইতিহাস গড়লেন মানু

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৩১ জুলাই, ২০২৪ at ১১:৩০ পূর্বাহ্ণ

প্যারিস অলিম্পিকে ভারতকে আরেকটি পদক এনে দিলেন মানু ভাকের। ১০ মিটার এয়ার পিস্তলে ব্যক্তিগত ইভেন্টের পর মিশ্র দলীয় ইভেন্টেও ব্রোঞ্জ জিতলেন তিনি। এই ইভেন্টে তার সঙ্গে জুটি বেঁধেছেন সরবজোত সিং। ব্রোঞ্জ পদকের লড়াইয়ে ভারতের এই জুটি ১৬১০ ব্যবধানে হারিয়েছেন দক্ষিণ কোরিয়ার ওহ ইয়েজিন এবং লি ওন হু জুটিকে। মিশ্র দলীয় ইভেন্টে জিতে অনন্য এক ইতিহাসই গড়লেন মানু। ভারতের প্রথম অ্যাথলেট হিসেবে একই অলিম্পিকে একাধিক পদক জিতলেন এই শুটার। তার সামনে অবশ্য হ্যাটট্রিক পদক জয়ের সুযোগ আছে। মেয়েদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে অংশ নেবেন তিনি। আর সেখানে একটি পদক জিততে পারলে হ্যাটট্রিক করে আরো একটি ইতিহাস গড়তে পারবেন তিনি। ভারতীয়রা নিশ্চয়ই সেদিকেই তাকিয়ে আছে। এদিকে মিশ্র দলীয় ইভেন্টে তুরস্ককে ১৬১৪ ব্যবধানে হারিয়ে সোনা জিতেছে সার্বিয়ার জোরানা অরুনোভিচ ও দামির মিকেচ।

পূর্ববর্তী নিবন্ধনাজিরহাটে অভিযান, অবৈধ দোকান উচ্ছেদ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যালয়ে চুরি