চন্দনাইশের ঐতিহ্যবাহী তীর্থস্থান শ্রীশ্রী শুক্লাম্বর দীঘি উন্নয়ন কমিটির সাধারণ সভা গত ১৯ ডিসেম্বর পিঠ মন্দিরের অফিস রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শুক্লাম্বর দীঘি উন্নয়ন কমিটির সভাপতি হারাধন দেব। পরিষদের সাধারণ সম্পাদক নৃপেন্দু দত্তের সঞ্চালনা সভায় উপস্থিত ছিলেন উন্নয়ন কমিটির সিনিয়র সহ–সভাপতি অরুপ রতন চক্রবর্তী, সহ–সভাপতি ড. বিপ্লব গাঙ্গুলী, প্রাক্তন সভাপতি বিজন ভট্টাচার্য্য, প্রাক্তন সাধারণ সম্পাদক সুবল তালুকদার, পরিমল দেব, অমর ভট্টাচার্য্য, সহ–সাধারণ সম্পাদক পরিমল মহাজন, বিপ্লব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আশীষ দেব, সিনিয়র সদস্য মধুসূদন দত্ত, লায়ন ডা. কাজল কান্তি বৈদ্য, প্রদীপ দেব, রুবেল দেব, অর্থ সম্পাদক রামপ্রসাদ ভট্টাচার্য্য, সহ–অর্থ সম্পাদক কিরন তালুকদার, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার ভব শংকর ধর, আইন বিষয়ক সম্পাদক এড. জয় ভট্টাচার্য্য, দপ্তর সম্পাদক তরুন দেব, সমাজকল্যাণ সম্পাদক টিংকু ধর, সদস্য এড. রতন সেন, মিলন দেব, তপন দেব, ঋসু মহাজন, সমির পাইক, নারায়ন ধর, শ্যামল মিত্র, পুরঞ্জিত ভট্টাচার্য্য, অশোক দত্ত, বিধান দেব প্রমুখ।
সভায় সকল সদস্যের সর্বসম্মতিক্রমে প্রশাসনের অনুমতিক্রমে আগামী ১৪ জানুয়ারি পৌষ সংক্রান্তি উপলক্ষে পুণ্যস্নান ও মেলার সিদ্ধান্ত গৃহিত হয়। উক্ত পুণ্যস্নানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশসহ দেশের এলাকা থেকে আগত অগণিত ভক্তদের নিরাপত্তা বিধানের জন্য সকল রাজনৈতিক দল, উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












