শুক্লাম্বর দীঘির মেলা সম্পন্ন

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ১৬ জানুয়ারি, ২০২৩ at ৯:১৩ পূর্বাহ্ণ

চন্দনাইশের ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘীর মেলা গতকাল ১৫ জানুয়ারি রোববার দিনব্যাপী পূজা অর্চনার মধ্যদিয়ে সম্পন্ন হয়। মেলা উপলক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পূজারীরা আসেন মনোবাসনা পূরণের মানত নিয়ে। প্রতিবছর এই দিনে উপজেলার বরমা ইউনিয়নের বাইনজুড়ি এলাকার শুক্লাম্বর দিঘীর পাড়ে বসে এ মেলা। বিকেলে মেলা পরিদর্শনে আসেন সংসদ সদস্য আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, পূজা পরিষদ নেতা অরূপ রতন চক্রবর্ত্তী, বরমা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম টিটু, বলরাম চক্রবর্ত্তী, হারাধন দেব, পরিমল মহাজন প্রমুখ। জনশ্রুতি আছে শুক্লাম্বর ভট্টাচার্য্য ত্রিপাঠি ভারতের নদীয়া থেকে চন্দনাইশের বাইনজুরী গ্রামে খনন করেন বিশাল দিঘী। কালক্রমে যা শুক্লাম্বর দীঘি নামে পরিচিতি পায়। এই দিঘীকে ঘিরেই সনাতনী সমপ্রদায়ের লোকজনের বিশ্বাস, যে কোন মনোবাসনা নিয়ে শুক্লাম্বর দিঘীর জলে পূণ্যস্নান করলে মনোবাসনা পূর্ণ হয় এবং পবিত্রতা অর্জন করা যায়।

পূর্ববর্তী নিবন্ধএসডিজি ইয়ুথ ফোরামের সভা
পরবর্তী নিবন্ধশুভেচ্ছা সফরে চট্টগ্রামে যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ