শুক্র গ্রহে অভিযানের ঘোষণা নাসার

| শুক্রবার , ৪ জুন, ২০২১ at ৫:৪৮ পূর্বাহ্ণ

মঙ্গলের পর এবার আরেক গ্রহ শুক্রে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। গ্রহটির পরিবেশ ও ভৌগোলিক বৈশিষ্ট্য সম্পর্কে জানতে ২০২৮ এবং ২০৩০ সালের মধ্যে দু’টি অভিযান পরিচালনা করা হবে।
নাসার প্রশাসক বিল নেলসন বলেন, ৩০ বছরেরও বেশি সময় ধরে শুক্রে কোনও অভিযান চালানো হয়নি। এই অভিযানের মধ্য দিয়ে আমরা এবার গ্রহটিকে খতিয়ে দেখার সুযোগ পাব। সিএনএন জানায়, একটি অভিযান পরিচালনা করা হবে শুক্র গ্রহের পরিবেশ সম্পর্কে জানার জন্য এবং আরেকটি অভিযান পরিচালনা করা হবে গ্রহটির ভূপৃষ্ঠের মানচিত্র তৈরির জন্য। খবর বিডিনিউজের।
পৃথিবীর নিকটতম প্রতিবেশী গ্রহ শুক্র। শুক্রর সঙ্গে পৃথিবীর মিল রয়েছে। কিন্তু এ গ্রহের তাপমাত্রা অনেক বেশি। ২০১৯ সালে এক গবেষণায় এই গ্রহের তাপমাত্রা স্থিতিশীল এবং শত শত বছর আগে সেখানে পানি থাকার কথাও বলা হয়েছিল। কিন্তু শুক্রর বায়ুমন্ডল এখন বিষাক্ত হয়ে উঠে এটি মৃতপ্রায় এক গ্রহে পরিণত হয়েছে। পৃথিবীর পরিবেশের তুলনায় ৯০ গুণ বেশি দূষিত হয়ে উঠেছে শুক্রের পরিবেশ। এর তাপমাত্রা এখন ৪৬২ ডিগ্রি সেলসিয়াস (৮৬৪ ডিগ্রি ফারেনহাইট)।
শুক্রে যুক্তরাষ্ট্রের সর্বশেষ অভিযান পরিচালিত হয়েছিল ১৯৯০ সালে। ওই অভিযানে পাঠানো নভোযানের নাম ছিলো ম্যাগেলান। এরপর থেকে ইউরোপ এবং জাপানের নভোযান গ্রহটির কক্ষপথ পরিভ্রমণ করেছে।
শুক্রে নাসা যে দুটি অভিযান পরিচালনা করবে তার প্রথম ধাপের নাম দেওয়া হয়েছে ‘ডাভিঞ্চিপ্লাস’। এ অভিযানে গ্রহটির বায়ুমন্ডল সংক্রান্ত তথ্য সংগ্রহ ও পর্যালোচনার পাশাপাশি এর গঠন ও বিবর্তন সংক্রান্ত তথ্য সংগ্রহের চেষ্টা করা হবে। সঙ্গে এও অনুসন্ধান করা হবে যে, গ্রহটিতে কখনও সাগর ছিল কি না।
ডাভিঞ্চিপ্লাস মিশনে গ্রহটির ভৌগলিক বৈশিষ্ট্যর প্রথম ছবিও পাঠানো হবে। এসব ছবি থেকে বিজ্ঞানীরা পৃথিবীর মহাদেশগুলোর সঙ্গে এর ভূতাত্বিক গঠনের তুলনামূলক বিশ্লেষণ করে দেখবেন। এর মধ্য দিয়ে গ্রহটিতে প্লেট টেকটনিক আছে কিনা তা জানা সম্ভব হবে।
আর শুক্রে নাসার দ্বিতীয় অভিযানটির নাম ‘ভেরিটাস’ মিশন। এই ধাপে শুক্রের ভূমিরূপ বা ভূতাত্ত্বিক অবস্থার তথ্য সংগ্রহ করা হবে এবং বর্তমানে সেখানে কোনও পানির উৎস আছে কিনা বা অতীতে তরল পানির অস্তিত্ব ছিল কিনা তা জানান চেষ্টা করা হবে। এছাড়া, গ্রহটিতে কোনও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত কিংবা ভূমিকম্প ঘটে চলেছে কিনা তাও খতিয়ে দেখা হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিবসহ ৮ জনকে দুদকে তলব
পরবর্তী নিবন্ধজীবন-জীবিকার চমৎকার সমন্বয় হয়েছে বাজেটে