মার্চের শেষ শুক্রবারে সিনেমা হলে মুক্তি পাচ্ছে দুই সিনেমা ‘লকডাউন লাভ স্টোরি’ ও ‘জাল ছেঁড়ার সময়’। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির অফিস সচিব সৌমেন রায় বাবু এতথ্য জানান। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার প্রযোজনায় করোনাভাইরাস মহাকারীকালের গল্পে ‘লকডাউন লাভ স্টোরি’ নির্মাণ করেছেন পরিচালক শাহ আলম মণ্ডল। খবর বিডিনিউজের।
এতে চিত্রনায়ক ইমনের বিপরীতে অভিনয় করেছেন সংবাদ পাঠিকা রেহনুমা মোস্তফা। পরিচালক জানান, করোনাভাইরাসের মধ্যে জনজীবনের লকডাউনের প্রভাব নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন তিনি। ঘরবন্দি সময়ের ভালোবাসার গল্প তুলে এনেছেন।
সাজ্জাদ হায়দারের কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় নির্মিত ‘জাল ছেঁড়ার সময়’ সিনেমায় স্বপ্নবাজ দুই তরুণের গল্প তুলে আনা হয়েছে। আশিক, ইমন, এমদাদ, সুস্মিতা, অঞ্জলি নামে কয়েকজন নবাগত অভিনয়শিল্পী কাজ করেছেন।