শুক্রবার

জান্নাতুল নূর কাইফা (৩২,১০৩) | বুধবার , ৩১ জানুয়ারি, ২০২৪ at ৯:২৯ পূর্বাহ্ণ

ছুটির দিন শুক্রবার

আমার প্রিয় দিন,

নেই কোনো পড়ার চাপ

তা ধিন ধিন ধিন।

বন্ধুরা সব ছোটে মাঠে

ছোটাছুটি আর খেলা,

সারাটা দিন ঘুরে কাটাই

আনন্দেরই মেলা।

শুক্রবারে ছুটি যে ভাই

খুশির নেই যে শেষ,

সন্ধ্যা গড়িয়ে রাত নামলেও

আনন্দ হয় না শেষ।

পূর্ববর্তী নিবন্ধস্কুল
পরবর্তী নিবন্ধশিক্ষা