বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বাঁশখালী উপজেলা শীলকূপ ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন গতকাল ২৮ জুলাই সার্বজনীন শ্রীশ্রী হরিমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। শীলকূপ ইউনিয়ন শাখার সভাপতি আশুতোষ দেবের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন উপজেলা পূজা পরিষদেরর সভাপতি কাউন্সিলর প্রণব কুমার দাশ। প্রধান অতিথি ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা শ্যামল কান্তি দাশ। প্রধান বক্তা ছিলেন উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক ঝুন্টু কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহসভাপতি স্বপন দাশ, সাজু দাশ, সাগর কান্তি সুশীল, সুজন দেব, মিঠুন কান্তি সুশীল, জিকু সুশীল ও নন্দন শীল। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে শিক্ষক সুমন সুশীলকে সভাপতি, প্রভাষক লক্ষ্মণ দাশকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যের ইউনিয়ন কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।