শীর্ষ স্থান ধরে রেখে চট্টগ্রাম আসছে রংপুর রাইডার্স

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:০৯ পূর্বাহ্ণ

বিপিএলের তৃতীয় রাউন্ড শেষ হয়েছে গতকাল। এই পর্ব শেষে যথারীতি পয়েন্ট তালিকার শীর্ষ স্থান ধরে রেখে চট্টগ্রাম পর্বে অংশ নিতে আসছে রংপুর রাইডার্স। অপরদিকে ঢাকা পর্বের শেষ ম্যাচে হার দিয়ে নিজেদের ভেন্যুতে খেলতে আসছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রংপুর রাইডার্স ৫৩ রানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। এই জয়ের ফলে ৮ ম্যাচের ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রংপুর। ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। গতকাল প্রথমে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স ৩ উইকেট হারিয়ে ২১১ রানের সংগ্রহ পায় রংপুর। যা এবারের বিপিএলে প্রথম দুইশত রানের ইনিংস। জবাব দিতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানের বেশি করতে পারেনি চট্টগ্রাম। টস জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লের ছয় ওভারে ৫৬ রান করে রংপুর। রনি তালকুদারের সঙ্গে রেজা হেনড্রিকসের উদ্বোধনী জুটিতে আসে ৪১ বলে ৬১ রান। ১৭ বলে ২৪ রান করে ফিরেন রনি। তবে আরেকপ্রান্তে ঠিকই হাফ সেঞ্চুরি তুলে নেন বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা রেজা হেনড্রিকস। ৪১ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৮ রান করে ফিরেন তিনি। তার এক বল আগেই ফিরেন সাকিব আল হাসানও। ৩ চার ও ১ ছক্কার ইনিংসে এই অলরাউন্ডারের ব্যাট থেকে ১৬ বলে আসে ২৭ রান। এই রান করার পথে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টিটোয়েন্টিতে সাত হাজার রানের মাইলফলক ছুয়েছেন সাকিব। এক ওভারে দুই উইকেট হারানোর পর রংপুরের রান তোলার গতি কিছুটা কমে যায়। তবে সময়ের সঙ্গে ঠিকই মানিয়ে নেন জিমি নিশাম ও নুরুল হাসান সোহান। ৪৬ বলে ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। ৫ চার ও ৩ ছক্কার ইনিংসে ২৬ বলে নিশামের ব্যাট থেকে আসে ৫১ রান। ২১ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক সোহান। রান তাড়া করতে নেমে চট্টগ্রামের জন্য সবচেয়ে বড় আশার নাম ছিলেন জস ব্রাউন। ইনিংসের তৃতীয় ওভারে ৯ বলে ১০ রান করে ফিরেন তিনি। এরপর আর রান তোলার গতির সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারেনি চট্টগ্রাম। তবে একপ্রান্ত আগলে রেখে দলকে টানছিলেন সৈকত আলি। কিন্তু অপরপ্রান্তে টম ব্রুস, শাহাদাত হোসেন দিপু সঙ্গ দিতে পারেনি তাকে। হাফ সেঞ্চুরি করে ফিরেছেন সৈকত আলি। তার ব্যাট থেকে ৪৫ বলে আসে ৬৩ রান। কার্টিস ক্যাম্পার এবং অধিনায়ক শুভাগত হোম চেষ্টা করলেও তাদের সে চেষ্টা কোন কাজে আসেনি। পরাজয়ের ব্যবধানটা খানিকটা কমিয়িেছে মাত্র। ১৫৮ রানে থামে চট্টগ্রামের ইনিংস। কার্টিস ক্যাম্পার ২১ বলে করেন ২৪ রান। আর শুভাগত হোম ১৩ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। রংপুরের পক্ষে ৪ ওভারে ২৪ রান দিয়ে দুই উইকেট নেন সাকিব। দুটি উইকেট নিয়েছেন জিমি নিশামও। ম্যাচ সেরা হয়েছেন জিমি নিশাম।

পূর্ববর্তী নিবন্ধবিপিএলের উত্তাপ শুরু হয়ে গেছে চট্টগ্রামে দলগুলো পা রাখতে শুরু করেছে বন্দর নগরীতে
পরবর্তী নিবন্ধইসরায়েলি সেনাদের ওপর ‘স্যাংশন’ দেবে যুক্তরাষ্ট্র