শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদকে নিয়ে বায়েজিদে ওসির মাইকিং

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ এপ্রিল, ২০২৫ at ৬:২১ পূর্বাহ্ণ

নগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তারকৃত ছোট সাজ্জাদকে নিয়ে বায়েজিদ বোস্তামী এলাকায় মাইকিং করেছে পুলিশ। বায়েজিদ বোস্তামী থানা পুলিশ, র‌্যাব এবং সোয়াতের টিম নিয়ে সাজ্জাদকে এলাকায় ঘোরানো হয়। এ সময় বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান এলাকাবাসীর উদ্দেশ্যে মাইকিং করেন।

হ্যান্ড মাইকে তিনি এলাকাবাসীকে উদ্দেশ্য করে এলাকায় সব ধরনের সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে বলেন, মাননীয় কমিশনার সাহেব নির্দেশ দিয়েছেন। এলাকায় কোন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। তিনি এলাকাবাসীকে উদ্দেশ্য করে বলেন, যেখানে কোন ধরণের চাঁদাবাজি দেখবেন, সন্ত্রাসী দেখবেন তাদের ঘেরাও করে আমাদের তথ্য দিন। আমরা তাদের গ্রেপ্তার করে আইনের হাতে তুলে দেবো। তিনি এলাকাবাসীকে সাজ্জাদের অবস্থা দেখিয়ে বলেন, আইনের হাত অনেক শক্তিশালী। কোন সন্ত্রাসীকেই টিকতে দেয়া হবে না।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান মিল্টন পাঁচলাইশে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধজাতীয় নির্বাচনের রোডম্যাপ করেছে ইসি