চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১৬ মার্চ) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দীকের আদালতে হাজির করে পুলিশ তার ১৪ দিনের রিমান্ড আবেদন জানালে শুনানি শেষে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে শনিবার (১৫ মার্চ) রাতে রাজধানীর বসুন্ধরা শপিং মল থেকে তাকে গ্রেফতার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি দল। গ্রেফতারের পর ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে আসা হয় চট্টগ্রামের আলোচিত এই শীর্ষ সন্ত্রাসীকে।
রবিবার দুপুরে সিএমপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার হাসিব আজিজ জানান, সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ বিদেশে পলাতক ‘শিবির ক্যাডার’ হিসেবে পরিচিত আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী। গ্রেফতার ছোট সাজ্জাদের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১৫টি মামলা রয়েছে। ২০২৪ সালের ১৭ জুলাই চান্দগাঁও থানা-পুলিশ অস্ত্রসহ ছোট সাজ্জাদকে গ্রেফতার করে। পরের মাসে তিনি জামিনে বেরিয়ে এসে আরো বেপরোয়া হয়ে উঠেন।
গত বছরের ২৯ আগস্ট দুইজনকে গুলি করে হত্যা করে সাজ্জাদ ও তার অনুসারীরা। এরপর ২১ অক্টোবর চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকার শমশের পাড়ায় প্রকাশ্যে গুলি করে আফতাব উদ্দিন তাহসিন নামে এক যুবককে হত্যা করে এই ছোট সাজ্জাদ। গত বছরের ১৮ সেপ্টেম্বর নগরীর বায়েজিদ বোস্তামি থানার কালারপোল এলাকায় একটি নির্মাণাধীন ভবনে চাঁদা না পেয়ে গুলি করেন সাজ্জাদ। এরপর ৪ ডিসেম্বর নগরীর অক্সিজেন এলাকায় সাজ্জাদকে পুলিশ ধরতে গেলে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যান তিনি।
গত ২৮ জানুয়ারি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে বায়েজিদ বোস্তামি থানার ওসিকে নগ্ন করে পেটানোর হুমকি দিয়ে ব্যাপক আলোচনায় আসেন এ পেশাদার অপরাধী। গত ছয় মাসেরও বেশি সময় ধরে সাজ্জাদকে গ্রেফতারে মরিয়া হয়ে ওঠে নগর পুলিশ। এমনকি তাকে ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করেন সিএমপি কমিশনার।