শীর্ষ রোহিঙ্গা ডাকাত জকিরসহ নিহত ৩

টেকনাফে বন্দুকযুদ্ধ, ৯টি অস্ত্রসহ বুলেট উদ্ধার

টেকনাফ প্রতিনিধি | বুধবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:১২ পূর্বাহ্ণ

টেকনাফ ২৬ নং শালবাগান রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে র‌্যাব ও রোহিঙ্গা ডাকাতদলের মধ্যে বন্দুকযুদ্ধে শীর্ষ রোহিঙ্গা ডাকাত জকিরসহ ৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় একজন র‌্যাব সদস্যসহ ২ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৯টি অস্ত্রসহ বুলেট উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের অধিনায়ক এএসপি বিমান চন্দ্র কর্মকার জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‌্যাব-১৫ কক্সবাজার এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে যায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র ডাকাতদল এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে র‌্যাবের এক সদস্য আহত হয়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলিবর্ষণ করে। গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল তল্লাশি করে ৩টি গুলিবিদ্ধ দেহ, ৯টি আগ্নেয়াস্ত্র এবং ২৫ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়।
তিনি জানান, গুলিবিদ্ধদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা প্রাথমিকভাবে জকির গ্রুপের লিডার নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের সি ব্লকের আবদুল আমিনের ছেলে জকির, সহযোগী তার ভাই হামিদ ও চাচাত ভাই কুতুপালং এলাকার জহির বলে শনাক্ত করা গেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে। র‌্যাব কর্মকর্তা জানান, ডাকাত জহিরের বিরুদ্ধে হত্যা, গুম, ডাকাতিসহ ২০টি মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধযাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকবাল গ্রেফতার
পরবর্তী নিবন্ধসাজা শেষে মিয়ানমার থেকে ফিরল ২৪ নাগরিক