প্রথম বিভাগ ফুটবল লিগে শিরোপা প্রত্যাশী শতদল ক্লাব শিরোপা দৌড়ে শীর্ষেই আছে। তাদের পেছনেই আছে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা। শতদল গতকাল তাদের ৮ম খেলায় জিতে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে। তাদের আর মাত্র ১টি খেলা বাকি আছে। অন্যদিকে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থাও গতকাল নিজেদের ৭ম খেলায় জয় পেয়ে ১৬ পয়েন্ট অর্জন করে নিয়েছে। তাদের আরো দুটি খেলা বাকি আছে। গতকাল মঙ্গলবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম খেলায় পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা ১-০ গোলে বাংলাদেশ রেলওয়ে রেঞ্জার্সকে পরাজিত করে। পরাজিত রেলওয়ে রেঞ্জার্স ৭ খেলায় ৮ পয়েন্ট পেয়েছে। গতকাল এ দুদলের প্রথমার্ধের খেলা ছিল গোলশূন্য অমিমাংসিত। দ্বিতীয়ার্ধের ১১ মিনিটে পটিয়া উপজেলার তরিকুল ইসলাম জয়সূচক গোলটি করেন। পটিয়া এ খেলায় গোছানো ফুটবল খেললেও রেলওয়ে দুর্ভাগ্যের শিকার হয়। তাদের তিন তিনটি সুযোগ নষ্ট হয়। রেলওয়ের একটি পেনাল্টি রুখে দেন পটিয়ার গোলকিপার। এছাড়া দু’দুটি আক্রমণ বারে লেগে প্রতিহত হয়।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার তরিকুল ইসলাম। তাকে ক্রেষ্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর ফরিদ আহাম্মদ। একই ভেন্যুতে দিনের দ্বিতীয় খেলায় শতদল ক্লাব ১-০ গোলে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবকে পারাজিত করে। খেলার প্রথমার্ধে কোন দলই গোল পায়নি। দ্বিতীয়ার্ধের ৩১ মিনিটের সময় বিজয়ী দলের অধিনায়ক সুমন মিয়া একমাত্র গোলটি করেন। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন শতদল ক্লাবের খেলোয়াড় সুমন। তাকে ক্রেষ্ট প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর এবং ব্যাংকার মো. তৌফিকুল ইসলাম বাবু।প্রথম বিভাগ ফুটবল লিগে আজ একটি খেলা অনুষ্ঠিত হবে। এ খেলায় অংশ নেবে রাইজিং স্টার ক্লাব এবং ফিরিঙ্গী বাজার লাকী স্টার ক্লাব। বিকাল ৪.৩০টায় এ খেলাটি এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।