শীত শির শির

রূপক কুমার রক্ষিত | বুধবার , ২ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:২০ পূর্বাহ্ণ

শীত শীত শীত
বাঘ ডাকা শীত
থর থর হাবুথুবু কাঁপে,
খরকুটো কুড়ায়ে
আগুনে জ্বালায়ে
ছোটে ছোট-বুড়ো ঝাঁকে ঝাঁকে।

কুয়াশা কুয়াশা
শীতল কুয়াশা
ধোঁয়াশা ধোঁয়াশা চারিধার,
দেখি ভোরে চেয়ে
রয়েছে মুড়িয়ে
ধবল চাদর কুয়াশার।
শির শির শির
হাওয়া ঝিরঝির
পাতায় পাতায় ফাঁকে ফাঁকে,
কনকনে শীতে
কঠিন দাপটে
হাড়কাঁপা কাঁপুনিটা আঁকে।

শিশির শিশির
সোনালী শিশির
সূর্যের উঁকি ঝলমলে,
জ্বলজ্বল আঁখি
পুলকিত পাখি
অলস আমেজে মন দোলে।

হলুদ হলুদ
সরষে হলুদ
অপরূপ বাংলার মাঠ,
সূর্য সকালে
নবরূপে ঢেলে
সাজায় বাড়িয়ে নিপুণ হাত।

রস রস রস
খেজুরের রস
গাছিরা নামায় হাঁড়ি হাঁড়ি,
গন্ধে আর স্বাদে
লোভে মন মাতে
রসের পিঠার ধুম ভারী।

পূর্ববর্তী নিবন্ধছাত্র রাজনীতির গুণগত মান পরিবর্তন দরকার
পরবর্তী নিবন্ধআমাদের দেশের ডোবা আর বহির্বিশ্বে ‘ওয়াটার ফলস’