ধান কাটা শেষ নবান্ন রেশ
কাটতেই নামে শীত
দূরে মন ছুটে আর গেয়ে ওঠে
আনন্দ সংগীত।
খেজুরের রসে উঠোনেতে বসে
মাখামাখি পিঠাপুলি
যেন হাঁটি পায়ে সেই ছোট গাঁয়ে
ফিরে আসে দিনগুলি।
রোদ মাখা হাসি বড়ো ভালোবাসি
কুয়াশায় ঢাকা ভোরে
শির শির কাঁপি রোদ খুলে ঝাঁপি
বসে থাকি ঘর দোরে।
সেই সব দিন চির অমলিন
স্মৃতির দুয়ার জুড়ে
শীত এলে তাই মন ছুটে গাঁয়
অই দূরে বহুদূরে।










