বেশ জোরেসোরেই বাড়ছে শীতের প্রকোপ। দিনে গরম ও রাতে ঠাণ্ডার আমেজে আবহাওয়ার সাথে মানিয়ে নিতে বেশ সমস্যায় পড়তে হচ্ছে আমাদের, বিশেষ করে শিশুদের। ঋতু পরিবর্তন ও ঠাণ্ডার আগমনের ফলে শিশুরা খুব অল্পতেই অসুস্থ হয়ে পড়তে পারে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় তাদের রোগ–বালাইয়ের ঝুঁকি অনেকাংশে বেশি। আর তাছাড়া শিশুদের শরীর ততটা সহনশীল না হওয়ায় অসুস্থ হবার আশংকা আরও বেশি। তাই শিশুদের যত্নে সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে। দিনে গরম ও রাতে ঠাণ্ডার এই আবহাওয়ার সাথে শিশুদের মানিয়ে নেওয়ার ব্যাপারটা অনেক বেশি কষ্টকর। শীতে শিশুর সঠিক যত্ন না নিলে শিশু ঠাণ্ডা লাগা, জ্বর, কাশি শ্বাসকষ্টসহ অন্যান্য রোগে আক্রান্ত হয়ে পড়তে পারে। তাই শীতে শিশুর জন্য চাই বাড়তি সতর্কতা।
মুহিবুল হাসান রাফি
সাবেক শিক্ষার্থী, সাতকানিয়া সরকারি কলেজ।










