মৌসুম এখন ঠাণ্ডা অতি
শীতে কাঁপে ছাতি,
ইচ্ছে করে রোদ পোহাতে।
বুকটা সূর্যে পাতি।
তাজা তাজা ভাপা পিঠার
সাথে খেজুর রসে,
খেতে থাকি গরম গরম
চুলার পাশে বসে।
শীতের দিনে ইলিশ মাছের
ঝোল মিশিয়ে ভাতে,
অনেক ভালো লাগে আমার
দুপুর কি’বা রাতে।
কাঁথা কম্বল মুড়ে থাকলে
শীত চলে যায় দূরে,
ঘুমের মাঝে আসতে পারি
সাত আসমানে ঘুরে।
সীমের লতায় সবুজ পাতায়
কতো স্বপ্ন ভাসে
ফুল পাখি আর প্রজাপতি
নাচে যে উল্লাসে।
রঙিন ফুলে মন হারাতে
যাই যে সীমের বনে
মৌমাছিরা দিচ্ছে দেখা
আমায় ক্ষণে ক্ষণে।
শিশির ফোঁটা ঠাঁই নিয়েছে
সবুজ সীমের মাচায়
মিষ্টি সুবাস মন কেড়ে নেয়
দারুণ স্বপ্ন সাজায়।
ফুলের বনে গুনগুনিয়ে
ভোমরা গান গায়
এমন দিনে ক্ষণে ক্ষণে
মন হারিয়ে যায়।