বাংলা পঞ্জিকা অনুযায়ী, শীত মৌসুম শুরু হবে আগামীকাল সোমবার। কিন্তু গত কয়েকদিন ধরে নগরবাসী কাঁপছেন শীতের তীব্রতায়। চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় শীতের তীব্রতা বেড়েছে আরো সপ্তাহ দুয়েক আগে। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে দুর্ভোগ বাড়ছে সাধারণ মানুষের; বিশেষ করে ভাসমান ও ছিন্নমূল লোকের।
এদিকে গতকাল দেশের চারটি জেলায় বয়ে গেছে মৃদু শৈত্য প্রবাহ। যা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। জেলাগুলো হচ্ছে– পঞ্চগড়, রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গা। এর মধ্যে চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিকে গতকাল নগরে রেকর্ড হওয়া সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস কম।
পতেঙ্গা আবহাওয়া অফিষের পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া আজাদীকে জানান, আজ চট্টগ্রাম ও পার্শ্ববর্র্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের ও কোথাও কোথাও ঘন কুয়াশা বিরাজ করতে পারে। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা হ্রাস পেতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। উত্তর বা উত্তর–পশ্চিম দিক হতে ঘণ্টায় ১০–১৫ কিমি বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।