আমরা অনেকে শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে গরম কাপড়ের পাশাপাশি শীত নিবারণের জন্য আগুন জ্বালিয়ে উষ্ণতা পাওয়ার চেষ্টা করে। শীতের কুয়াশামাখা ভোরে স্থান ভেদে দেশের প্রতিটি অঞ্চলে এই চিত্র দেখা যায়। রাস্তা পাশে, বাড়ির আঙিনায় শিশু থেকে বৃদ্ধ সবাই আগুনের চারিদিকে বসে শীতের তীব্রতা থেকে বাঁচতে চেষ্টা করে। সূর্যের আলোর দেখা দিলে বৃদ্ধারা সেখান থেকে চলে যায়। বড়রা চলে যাওয়ার পর শিশু কিশোররা আগুন নিয়ে দুষ্টুমি করতে শুরু করে যা অনেক সময় বড় দুর্ঘটনার সৃষ্টি হয়। অনেক সময় ছোটরা না বুঝে শুকনো খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। পরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে গিয়ে বাসা বাড়িও পুড়ে যাওয়ার মতো ঘটনা ঘটে এবং অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই আমাদের উচিত হবে নির্দিষ্ট স্থানে আগুন জ্বালানো আর পোহানো শেষ হয়ে গেলে আগুন নিভিয়ে ফেলা। আগুনের বিকল্প হিসেবে আমরা গরম কাপড় সুইটার, জ্যাকেট, মাফলার, শাল বা চাদর ব্যবহার করি। আগুন পোহাতে সতর্কতা অবলম্বন করি এবং সবাইকে সচেতন করি।
মুজিবুল হাসান আরিফ
শিক্ষার্থী, আলিম ২য় বর্ষ
কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসা।










