আর কয়দিন পর আগমন ঘটবে ঋতুরাজ বসন্তের। এরমধ্যেই বাংলার প্রকৃতি সাজতে শুরু করছে নতুন রুপে।
ঝরা পাতার ডালে ডালে সবুজ-সতেজ নতুন কচি পাতার সাথে গাছে গাছে ফুটতে শুরু করেছে নানান রঙ্গের ফুল, পাখিরাও ডানা মেলছে ফুলের মাঝে। ছবিটি চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস এলাকা থেকে তোলা-আজাদী