শীতের সকাল

নীলরতন দাশগুপ্ত | রবিবার , ১৮ জানুয়ারি, ২০২৬ at ৭:১৩ পূর্বাহ্ণ

আবছায়া চারিদিক, ঝাপসা নিঝুম,

পৌষের ভোরবেলা ভেঙে গেল ঘুম।

উষার দুয়ারে এক তুষারের ঢেউ,

কখন পড়েছে ভেঙে জানেনা তা কেউ।

ঝিমঝিমে হিম হাওয়া বইছে বারে বার,

দিকে দিকে বাজে যেন শীতের সেতার।

অশ্বত্থ গাছের ফাঁকে অতি মনোহর,

মিঠে রোদ বেঁকে পড়ে দাওয়ার উপর।

জড়সড় দেহ ঠিক বড়শীত তাই,

রোদ ছাওয়া দাওয়াটায় বসি এসে ভাই।

দূরে দেখি ফাঁকা মাঠে আলো ঝলমল,

শালিকের ঝাঁক সেথা করে কোলাহল।

পূর্ববর্তী নিবন্ধশীতে আগুন পোহাতে সতর্ক হই
পরবর্তী নিবন্ধপত্র মিতালীর সে সময়গুলো