শীতের বুড়ি

সারমিন চৌধুরী | বুধবার , ২১ জানুয়ারি, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

চুপিচুপি শীতের বুড়ি

আসে বাংলাদেশে,

হিম কুয়াশা ছড়িয়ে দেয়

সবুজ দূর্বাঘাসে।

দিনের বেলা গায়েব বুড়ি

সন্ধ্যা হলে নামে,

বরফ ঢেলে ইচ্ছে মতন

তবেই বুড়ি থামে।

মাঘের শীতে পথশিশুদের

হচ্ছে বেহাল দশা,

পথের ধারে নৈমিত্তিক

যাদের ওঠাবসা।

শীতের বুড়ি আনন্দ পাই

সবাই যখন কাঁপে,

বনের বাঘও ভয়ে পালাই

তীব্র শীতের চাপে।

পূর্ববর্তী নিবন্ধনতুন বইয়ের গন্ধ
পরবর্তী নিবন্ধশিয়াল কুকুরের ঝগড়া