শীতের বাড়ি

0

রোদের হাসি বাজায় বাঁশি

শীতের বাড়ি এসে,

ঠিক তখনি সকাল ওঠে

ঝলমলিয়ে হেসে।

শীতের দিনে উমের আরাম

লেপ কম্বল ভাঁজ,

পৌষপাবনে পিঠার বাহার

দারুণ নকশী সাজ।

হিম কুয়াশার শিশির বিন্দু

রোদের ছোঁয়ায় হাসে,

জল দীঘিতে হাঁসের সারি

খুশির ভেলায় ভাসে।

শীত এসেছে হিমেল হাওয়ায়

খেজুর গাছে গাছে,

রসের পিঠার দাওয়াত পেয়ে

মন খুশিতে নাচে।