শীতের দিনে

পুষ্প বড়ুয়া | সোমবার , ২৯ ডিসেম্বর, ২০২৫ at ৬:২৩ পূর্বাহ্ণ

মাঘ পৌষে শীতকাল

রাত পেরোলেই শিশির সকাল

খেজুঁর রসের ছোট্ট হাঁড়ি

নিয়ে যাই মামার বাড়ি।

ভাঁপা পিঠার দিনকাল

প্রিয় সবার আজকাল

খেজুঁর রসে ভেজা পিঠা

স্বাদে আছে বেশ মিঠা ।

শীতের দিনে দীর্ঘ রাত

আবহাওয়া মুগ্ধ মৌতাত

শাকসবজি থাকে বেশ

চারদিকে দারুণ পরিবেশ।

বনভোজন আর গানের আসর

শীতের দিনে ফেলছে আচড়

চাদরখানি মুড়ে দিয়ে

রাতটি যায় আরামে ফুরিয়ে।

পূর্ববর্তী নিবন্ধএডভোকেট মোজাফফর আহমেদ খান স্মরণে
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের ইংরেজি শিক্ষায়ও মনোযোগী হতে হবে