মাঘ পৌষে শীতকাল
রাত পেরোলেই শিশির সকাল
খেজুঁর রসের ছোট্ট হাঁড়ি
নিয়ে যাই মামার বাড়ি।
ভাঁপা পিঠার দিনকাল
প্রিয় সবার আজকাল
খেজুঁর রসে ভেজা পিঠা
স্বাদে আছে বেশ মিঠা ।
শীতের দিনে দীর্ঘ রাত
আবহাওয়া মুগ্ধ মৌতাত
শাকসবজি থাকে বেশ
চারদিকে দারুণ পরিবেশ।
বনভোজন আর গানের আসর
শীতের দিনে ফেলছে আচড়
চাদরখানি মুড়ে দিয়ে
রাতটি যায় আরামে ফুরিয়ে।











