শীতের দিনে

জেসমিন সুলতানা চৌধুরী | বুধবার , ৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:২২ পূর্বাহ্ণ

মাঘ মাসের এই হিম ঝরা রাত
শিশির পড়ে টাপুর টুপুর,
ভোর সকালে হিমেল হাওয়া,
আবছা আলো মধ্য দুপুর।

ঘাসের ডগায় শিশির কণা
রবির আলোয় চিকচিক করে,
উষ্ণ হাওয়া পেলে তখন
ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ে।

রাত গভীরে যায় না দেখা
আবছা আলোয় সবই ঢাকা,
ছিন্নমূল মানুষগুলো
রাস্তার ধারে থাকে ফাঁকা।

শীতের ভয়ে যায় না কাজে
ঘুমকাতুরে কম্বল ফেলে,
ভর দুপুরে জাগলে রবি
উষ্ণতারই ছোঁয়া মেলে।

খড় খুটোতে আগুন জ্বালে
গাঁয়ের লোকে রোজ সকালে,
দিন কাটে তো রাত কাটে না
দুখী জনের এই অকালে।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেনের কাছে আপাতত নতুন কোনো সামরিক কর্মকাণ্ড নয়
পরবর্তী নিবন্ধবইপড়ুয়া কাকতাড়ুয়া