শীত এলো গরিবের ঘরে নেচে নেচে খেলে।
ভাঙা বেড়া দিয়ে শীতের হিমেল হাওয়া ,
সকাল রাতে শীত কুয়াশা ডানা মেলে ।
চাঁদের বুড়ি শীতের নানি কাথা দিল মুড়ি!
শীতের নানি চাঁদের বুড়ি উঁকি ঝুঁকি মারে,
সকাল সন্ধ্যায় মেঘের ফাঁকে ঘুম পড়ে।
সূর্যমামাকে খুঁজতে গিয়ে চাঁদের বুড়ি কাঁদে,
বুড়ির কান্না দেখে সূর্যি মামা এলো চাঁদে !
শীত কুয়াশা পরল ভীষণ ফাঁদে।
শিশিরকণা মুক্তা দানা ঝরছে সারারাত।









