কাঁচের ঘরে–আয়েশ করে ঘুমায় যারা রাতে,
শীতের জ্বালা–মশান পালা ছুঁইনা তারে দাঁতে।
জাপটে ধরে–চটের ঘরে কাঁপন ধরা জ্বালা,
তারাই জানে–শীতের মানে নিদ্রা বিহীন পালা!
কেউ বা শীতে–মুগ্ধ গীতে ভ্রমণ নিয়ে মাতে,
কেউ তো আছে– কষ্ট গাছে রোজই মরে ভাতে!
গ্রাম পাহাড়ে–বনের ধারে যাদের বাড়ি আছে,
শীতের খেলা–দেখায় মেলা গিয়ে তাদের কাছে!
গরীব যারা–শীতের তারা শত্রু যেন বড়!
পারলে গিয়ে –সাহস নিয়ে পালের গোদা ধর।
সূর্যি মামা–খুশির ধামা রৌদ্র নিয়ে এলে,
পালায় শীতে– দুখের গীতে লেজটি যেন তুলে!