বাংলাদেশ যে ছয় ঋতুর দেশ, তা কেইবা না জানে? এই ছয় ঋতুর মধ্যে শীত হলো এক অন্যতম সুপরিচিত ঋতু। সুপরিচিত হওয়ার পেছনেও রয়েছে যথেষ্ট কারণ। প্রায় প্রতি বছর শীত ঋতুতে স্কুল- কলেজ একটা নির্দিষ্ট সময় বন্ধ থাকে। তখন শিক্ষার্থীরা গ্রামের বাড়ি বেড়াতে যায়। মায়ের হাতের গরম গরম ভাপা পিঠা খাওয়ার মধ্যদিয়ে সবাই উল্লাসে মেতে উঠে। আর ঠিক তখন এক শ্রেণির মানুষ কষ্টে জীবন যাপন করেন। আমাদের দেশে এখন শীত বিরাজ করছে। পৌষের শুরুতেই বেড়ে চলছে শীতের তীব্রতা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে নিস্তব্ধ হতে থাকে চট্টগ্রাম নগরী। কমতে থাকে পথচারীর সংখ্যা। কাঁথার ভেতর মানুষ যখন ঘুমে বিভোর, ঠিক তখন লাখও ছিন্নমূল মানুষ অপেক্ষায় থাকে কখন সকাল হবে। তাদের শীত নিবারণ করার মতো নেই কোন গরম কাপড়। খোলা আকাশের নিচে ঘুমানোর শেষ আশ্রয়স্থল সড়ক, ফুটপাত, দোকানের বারান্দা, গাছ তলা কিংবা ব্রিজের নিচে। বিছানা ছাড়াই ঘুমিয়ে পড়ছেন অনেকে, কেউবা রাস্তায় কুড়ানো কাগজ দিয়ে হালকা বিছানা বানিয়ে। তাই সরকারের পাশাপাশি বিত্তবান মানুষদেরও এসময় এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত চেষ্টায়ই শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব।