শীতের আমেজে কুয়াশা ঝরে শান্ত আকাশ–বাতাস
এই বুঝি শুরু হয়ে গেলো কনকনে শীতের মাস,
কাঁথা কম্বল শীতের সম্বল যোগাড়ে বউ ঝি–য়েরা
বৃদ্ধ ও বৃদ্ধাদের হচ্ছে এখন অক্ষম চলাফেরা।
গাছগাছালি সবুজ ছড়ায় অবুঝ পাতা মেলে
ছেলেরা সব বিলে মাঠে ক্রিকেট আর বল খেলে,
গরু ছাগল চড়ছে তাতে সুখেই চিবায় ঘাস
যখন হলো ধান কাটা শেষ হচ্ছে না আর চাষ।
মৌসুম এখন ঠান্ডা ছড়ায় হতে পৌষের শুরু
পাখিরা সব শান্ত এখন লতাপাতা আর তরু,
লোক সমাগম কমছে আজি শীতের আগমনে
উষ্ণ খুঁজতে চলছে মানুষ প্রতি ক্ষণে ক্ষণে ।







