বিভিন্ন সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে শীতার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।
এপেক্স ক্লাব : এপেক্স ক্লাব প্রতিনিয়ত জনসেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত। এরই ধারাবাহিকতায় রবিবার (১২ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের বহদ্দারহাটে এপেক্স ক্লাব বান্দরবান–চিটাগং–চিটাগং সেন্ট্রাল ও পতেঙ্গার উদ্যোগে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে এপেক্স ক্লাব অব চিটাগংয়ের অতীত সভাপতি মো: রুবেল হোসাইন নীলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান নূরুল আমিন চৌধুরী আরমান।
বিশেষ অতিথি ছিলেন, এপেক্স বাংলাদেশের জাতীয় সচিব এপেক্সিয়ান বশির আহমেদ মনি (সুফী মনি), জেলা গভর্নর (৩) ইলেক্ট এপে. সৈয়দ মিয়া হাসান, অতীত জেলা গভর্নর এপে. কামাল পাশা এবং জেলা সচিব এপে. এড. আদনান জাফরান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব চিটাগংয়ের অতীত সভাপতি এপে. মহিউদ্দিন চৌধুরী জিকু, সদ্য অতীত সভাপতি এপে. জাহেদুল ইসলাম তুষার, এপে. জসীম মঞ্জু প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এপেক্স বাংলাদেশ সবসময় অসহায় ও দুঃস্থ মানুষের কল্যাণে কাজ করে। দেশের ক্রান্তিকালে বন্যার্তদের মাঝে ত্রাণ পৌঁছে দিয়েছে। প্রতিবছর অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে। সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার সামান্য সহযোগিতা একজন মানুষের কষ্ট হলেও লাঘব হবে। তাই সাধ্যমত অসহায় মানুষের পাশে দাঁড়ান।
কাট্টলী জাকেরুল উলুম মাদ্রাসা : চট্টগ্রামের কাট্টলী জাকেরুল উলুম ফাজিল (সিনিয়র মাদ্রাসা) মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত ১৫ জানুয়ারি কাট্টলী টেক্সটাইলের এমডি এমদাদুল হক চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লাকি গ্রুপের ডিএমডি মোহাম্মদ আনোয়ারুল হক চৌধুরী (ইশাদ), মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মাওলানা মুফতি মুহাম্মদ শাহ আলম, সহকারী অধ্যাপক মুফতি আবু হানিফা মো. নোমান, সহকারী অধ্যাপক মো. নুরুল আহাদ, নূর মোহাম্মদ, প্রভাষক মো. শফিউল আলম, ওবায়দুল হাকিম মারুফ, সিনিয়র শিক্ষক মাস্টার জামাল উদ্দিন, হেফজ বিভাগের পরিচালক হাফেজ জাফর আহমদ, মো. আব্দুল কাদের প্রমুখ। পরে এমদাদুল হক চৌধুরী তাঁর পিতা মো. আনোয়ার চৌধুরীর প্রতিষ্ঠিত কাট্টলী জাকেরুল উলুম ফাজিল মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।
দারুচ্ছুন্নাহ ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা : নগরীর দারুচ্ছুন্নাহ ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসায় বুধবার (১৫ জানুয়ারি) রাতে বেশকিছু শীতবস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানের সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা। তিনি বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সমাজের বিত্তবানদের শীতবস্ত্র বিতরণসহ সকল প্রকার সেবামুলক কাজে এগিয়ে আসতে হবে। এতে সমাজের দরিদ্র শ্রেণির কিছুটা হলেও কষ্ট লাগব হবে।’
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নুরুল আলম শিপু, কাপাসগোলা ইউনিট বিএনপির সাবেক সভাপতি এস. এম সিরাজ, চকবাজার ওয়ার্ড ছাত্রদল এর সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান হিরু, চকবাজার থানা ছাত্রদলের সদস্য সচিব ইমরান লিটন, চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস জিকু, চকবাজার থানা যুবদল নেতা আলম, সোহেল, চকবাজার ওয়ার্ড ছাত্রদল নেতা আলী হায়দার রানা, ফারহাদুল ইসলাম তারেক, নুর মোহাম্মদ ফাহিম, রহিত প্রমুখ। শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ শেষে হাফেজ আবু বক্করের পরিচালনায় বিদেশে চিকিৎসাধীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া কামনা করা হয়।