সারাদেশে বাড়ছে শীত। শুরু হয়েছে মৃদু শৈত্য প্রবাহও। শীতের তীব্রতায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। বাড়ছে ছিন্নমূল মানুষের শীতজনিত দুর্ভোগ।
শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবনযাপন করছে তারা। খড়কুটো দিয়ে আগুন জ্বেলে শীত নিবারণের চেষ্টা করছে অনেকে। শীত এলে তাদের কষ্টের সীমা থাকে না। বস্তি, ফুটপাত আর রেল লাইনে সামান্য কাপড় জড়িয়ে কোনোরকম শীত নিবারণের চেষ্টা করে। প্রচণ্ড শীতে কাঁপছে তারা থর থর করে। নেই শীত নিবারনের উপযুক্ত আবাসন। চোখের পানি আটকে রাখা কষ্টকর। এহেন মুহূর্তে আমাদের শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো একান্ত কর্তব্য। অসহায়-অনাথ পথশিশু শীতার্তদের পাশে দাঁড়ানোর এখনই মোক্ষম সময়। বিত্তশালীদের অবদান রাখার সুবর্ণ সুযোগ। মনে রাখতে হবে, এ সম্পদ সব নিজে ভোগ করার জন্য নয়, এতে গরীব অসহায় মানুষেরও রয়েছে অধিকার।
-নজরুল ইসলাম অপু, বহদ্দার বাড়ি, বহদ্দার হাট, চট্টগ্রাম।