‘শীতার্ত মানুষের পাশে উষ্ণতার পরশ’ স্লোগানে এসএসসি ২০০৯ ও এইচএসসি ২০১১ ব্যাচের শিক্ষার্থীদের গ্রুপ দি ইনভিন্সিবল ৯/১১, চট্টগ্রাম বিভাগের উদ্যোগে বায়েজিদ অন্ধ কলোনিতে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়। কলোনির অন্ধ, বিকলাঙ্গ ও পঙ্গুদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন গ্রুপের এডমিন মুহিত, ডেনিম, মুন্না, ফয়সাল, দোলন, ইমরুল, ফরহাদ, নিসাদ, মামুন, মিথুন, নাহিদা, রুপা ও সোনিয়া। প্রোগ্রামের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন গ্রুপের মডারেটর আরফাত খান। প্রেস বিজ্ঞপ্তি।