মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মত কোনো বস্ত্র নেই। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে কম্বল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছেন। গত সোমবার মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আওতাধীন ডবলমুরিং থানা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতা আবদুর রশীদ লোকমান। বিশেষ অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক এইচ এম জিয়াউদ্দীন, যুগ্ম আহ্বায়ক কে বি এম শাহজাহান ও সালাউদ্দীন আহমেদ। সঞ্চালনায় ছিলেন রুবেল আহমেদ বাবু।
বক্তব্য দেন সাবেক কাউন্সিলর মোহাম্মদ জাবেদ, ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডের সভাপতি আবদুল হান্নান, সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস কাজেমী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ খান, ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ জাকারিয়া জিকু, সেলিম রেজা, মোহাম্মদ ইব্রাহিম, লায়ন মোহাম্মদ ইব্রাহিম, মোস্তাফিজুর রহমান মিন্টু, সুজিত দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।