শীতার্ত বস্ত্রহীনদের জন্য ‘মানবতার দেয়াল’

| শনিবার , ১৯ ডিসেম্বর, ২০২০ at ৬:৩৫ অপরাহ্ণ

‘আসুন মানবতার হাত বাড়াই মানুষের পাশে দাঁড়াই’ এই স্লোগানে শীতার্ত বস্ত্রহীনদের জন্য ‘মানবতার দেয়াল’ উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় ডবলমুরিং থানাধীন ঝর্ণাপাড়া জামে মসজিদের সামনে ‘ঝর্ণাপাড়া সচেতন যুব সমাজের’ ব্যানারে এই মানবতার দেয়ালের কার্যক্রম শুরু হয়। প্রথমদিন প্রায় দুইশ অসহায় শিশু-কিশোর বৃদ্ধসহ সব বয়সের মানুষ নিজের পছন্দের কাপড় বেচে নেয়। এই কার্যক্রম পুরো শীত মৌসুমে চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের এডমিন সেলিম উল্ল্যাহ, মমিনুল আলম শাহীন, খতিব মাওলানা ইউনুচ, রুবেল আহমেদ বাবু, শহিদুল ইসলাম শহিদ, সমাজসেবক ইদ্রিস আলম ইলু, আনোয়ার হোসেন প্রমুখ।
সংগঠনের এডমিন জানান, নগরবাসীর কাছে আমাদের অনুরোধ আপনাদের পুরনো জামা কাপড় থাকলে নিজে এসে অথবা আমাদের খবর দিয়ে দিতে পারেন। যোগাযোগ : ০১৭৬৯৯৬৮৩৯৮, ০১৮২৯২৫২৪২৩। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর অগাধ আস্থা ও বিশ্বাস ছিল জয়নুল আবেদীনের প্রতি
পরবর্তী নিবন্ধমহিউদ্দিন চৌধুরী সংগ্রামী চেতনার প্রতীক