মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষ মানুষের জন্য। জীবন জীবনের জন্য। এখন পৌষ মাস। হাড় কাঁপানো শীত জেঁকে বসেছে। বাংলাদেশে প্রচুর মানুষ গৃহহীন। তাঁদের কেউ ফুটপাতে, কেউ রেল লাইনে, কেউ ফ্লাইওভারের নিচে রাতযাপন করেন। আমরা চলাফেরার সময় দেখি, মা তাঁর শিশুদের নিয়ে পথের ধারে শুয়ে আছেন। তাঁদের নেই কোনো ভালো কাপড়, নেই কম্বল বা লেপ তোষক। অন্যান্য ঋতুতে তাঁরা তুলনামূলক ভালো থাকে কিন্তু শীত ঋতুতে তাঁদের কষ্ট বেড়ে যায়। সমাজের বিত্তবান মানুষেরা যদি একটু সদয় হয় তাহলে তাঁদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। পথের ধারে পড়ে থাকা অসহায় মানুষদেরকে এই শীতে কম্বল বা লেপ তোষক বিতরণ করা যায়। শীতবস্ত্র দেওয়া যায়। সমাজে সহায় সম্বলহীন মানুষ যেমন আছে, বিত্তবানও আছে। বিত্তহীন মানুষরা বিত্তবান মানুষের সাহায্য পাওয়ার অধিকার রাখে। আমাদের প্রিয়নবী (দ.) প্রতিবেশীদের অধিকার সম্পর্কে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, ‘ঐ ব্যক্তি প্রকৃত ঈমানদার নয় যে পেট ভরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে’। নিজের এলাকার অসহায় মানুষদের প্রতি কেমন মানবিক হতে হবে তা এই হাদীস শরীফ দ্বারা অনুধাবন করা যায়। তাই আসুন, এই কনকনে শীতে অসহায় দরিদ্র পথশিশু, নারী, পুরুষের পাশে দাঁড়াই। তাদের কষ্ট লাঘব করি। এতে অসহায় মানুষগুলোর অন্তরের খুশিতে সৃষ্টিকর্তাও খুশি হবেন।












