শীতার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান

বিভিন্নস্থানে শীতবস্ত্র বিতরণ

| বৃহস্পতিবার , ৬ জানুয়ারি, ২০২২ at ৬:৩১ পূর্বাহ্ণ

আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে উত্তর কাট্টলী এইচ এম ভবন চত্বরে গতকাল বুধবার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, সাবেক মেয়র ও ট্রাস্টের চেয়ারম্যান এম মনজুর আলম । বিশেষ অতিথি ছিলেন ট্রাস্ট পরিচালক মোহাম্মদ সাইফুল আলম।
সাবেক মনজুর আলম বলেন, শীতবস্ত্রের অভাবে অসহায় মানুষগুলো নানা রোগ-ব্যাধিতে ভুগতে থাকে। তিনি শীতার্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানান। এতে উপস্থিত ছিলেন লোকমান আলী, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, ট্রাস্ট উপদেষ্টা আলাউদ্দিন চৌধুরী, আব্দুস সালাম, ধীরেন্দ্র লাল দে, জাফর আহাম্মদ, তসলিম উদ্দিন, সিরাজ উদ্দিন বাবুল, হানিফ চৌধুরী, আবদুস সোবহান, মোহাম্মদ ইলিয়াস, নুরুল আলম ভুট্টো প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
ইনার হুইল ক্লাব অব লুসাই: ইনার হুইল ক্লাব অব লুসাই হিলসের উদ্যোগে গত ৩ জানুয়ারি রৌফাবাদ ছোট সোনামনি নিবাসে শারীরিক প্রতিবন্ধী ও অভিভাবকহীন ছোট শিশুদের মাঝে শীতবস্ত্র ও মৌসুমী ফল বিতরণ করা হয়।
বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, অসহায়দের সাহায্যে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে। বিশেষ করে শিশুদের জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। কেননা শিশুরা আমাদের ভবিষ্যত।এই সময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট জেসমিন আরা বেগম, বোরহানা কবির, মানসী দাস তালুকদার, মুনিরা হুসনা, মমতাজুন্নেসা বেগম , নাজনীন আরা বেগম প্রমুখ।
ফেরদৌস নবী ফাউন্ডেশন: নগরীর বহদ্দার হাট, চকবাজার, মুরাদপুর, পাঁচলাইশ এলাকায় সম্প্রতি ফেরদৌস নবী ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র, শিক্ষা সামগ্রী ও খাদ্য বিতরণ করা হয়। ফাউন্ডেশনের পক্ষে এসব বিতরণ করেন বহদ্দারহাট হক মার্কেট ইউনিট-২ ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা, সমাজসেবক মো. নুরুল আলম শিপু। শীত বস্ত্র বিতরণকালে তিনি বলেন, সবসময় অসহায়দের জন্য কাজ করছে ফেরদৌস নবী ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন গরীব-দুঃখীদের। আর অতীতে যেমন এলাকার মানুষদের পাশে ছিলো সামনেও সবসময় এলাকাবাসীর সাথে থেকে কাজ করতে চায় ফেরদৌস নবী ফাউন্ডেশন। এসময় উপস্থিত ছিলেন জিকু, লিট, টিপু, মাসুদ, রাজু, মানিক, আক্তার, শহীদ, রানা, হিরো, জাবেদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআজ থেকে পটিয়ার ছনহরা কালীবাড়িতে উৎসব শুরু
পরবর্তী নিবন্ধছাত্রলীগ একটি গৌরবের নাম