শীতার্তদের সাহায্যে এগিয়ে আসতে বিত্তবানদের প্রতি আহ্বান

বিভিন্নস্থানে শীতবস্ত্র বিতরণ

| রবিবার , ১৪ জানুয়ারি, ২০২৪ at ৯:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মানবিক ফাউন্ডেশন : প্রতিবছরের ন্যায়ে এবারো চট্টগ্রাম মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায়, পথচারী এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন মানবিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন মানবিক ফাউন্ডেশনের উপদেষ্টা শাহারিয়া মাহাবুব, প্রতিষ্ঠাতা কমিটির সাধারণ সম্পাদক কৌশাল চৌধুরী এবং কোষাধ্যক্ষ ইসরাত জাহান তিন্নি, কার্যনির্বাহী কমিটির সহসভাপতি জাহিদুল ইসলাম, ফজলে রাব্বি, পান্না, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রোহান, যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম, তাসলিমা সাদেক, ফয়সাল, ধর্ম বিষয়ক সম্পাদক ওয়াহিদুল ইসলাম জিসান, উপধর্ম সম্পাদক সজিব বড়ুয়া, সহসাংগঠনিক সম্পাদক শাহিন সহ ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ।

ফিরিঙ্গিবাজার ওয়ার্ড : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, যারা দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ায় তারাই প্রকৃত রাজনীতিবিদ। গতকাল ৩৩ নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এয়াকুব আলী দোভাষ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহিলা কাউন্সিলর লুৎফুননেছা দোভাষ বেবী, আবদুল হালিম দোভাষ, মো. তারেক, আবদুল মাবুদ, আবদুল হাই, মো. ইলিয়াছ, মঞ্জুর আলম, জাহাঙ্গীর সিদ্দিকী, হাজী নাছির আহমেদ, লায়ন রুপম দাশগুপ্ত, সাইফুদ্দিন শাহী, খোরশেদ আলম রহমান ও অনিন্দ্য দেব। উপস্থিত ছিলেন তারেক ইমতিয়াজ ইমতু, তাজউদ্দিন রিজভী, তানভীর আহমেদ রিংকু, আবদুল্লাহ আল মামুন, আবু বক্কর সেলিম, তারাপদ দাশ, আবদুল মতিন, হুমায়ুন মোর্শেদ সাকিল, মো. খোরশেদ আলম, গোলাপ মিয়া, মো. হানিফ, আমির হোসেন, আবু জাহেদ, জামাল উদ্দিন মাসুম, জমির উদ্দীন পারভেজ, সামিউল হাসান রুমন, মো. নেজাম উদ্দিন রুবেল, মো. নিয়াজ, মো. আলাউদ্দিন, অসিউর রহমান, সাফফাত বিন আমিন, নুরুল আজিম, মো. গোল নেওয়াজ, মো. তাজউদ্দিন, মো. গোলজার হোসেন লাভলু, আমিনুল ইসলাম শাহেদ, শফিউল আলম জনি, মো. সালাউদ্দিন, মো. জাবেদ, হুমায়ুন কবির রিকু, মো. সোহেল হক, খোকন দাশগুপ্ত, সুলতান সম্রাট, মো. আরাফাত, মো. শওকত, মো. সেলিম, আসিফুল হক সিফাত, মো. সায়েম, আতিকুর রহমান, সাফরাত হোসেন রাহিন, ছাত্রনেতা আবদুল জুয়েল, নবাব, অতুল প্রমুখ।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশুকিশোর প্রশিক্ষণ একাডেমি : বঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশুকিশোর প্রশিক্ষণ একাডেমীর উদ্যোগে অসচ্ছল সাংস্কৃতিক শিল্পী ও সংস্কৃতি শিল্পী কর্মীদের মাঝে কম্বল বিতরণ গত শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য শেখ নওশেদ সরোয়ার পিল্টু। সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জে.বি.এস. আনন্দভোধি ভিক্ষু। স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক মধু চৌধুরী। বক্তব্য রাখেন নিহার ভট্টাচার্য্য, সাবরিনা আফরোজা, সালমা আক্তার, মৌসুমী গুহ, কৃষ্ণা আচার্য্য, স্বপ্না জিমি, বায়েজিদ ফরায়েজী, অদ্রি রায় চৌধুরী, চৈতী দাশ, সুমি আক্তার, প্রিয়াংকা চৌধুরী জুলি, অন্তর দাশ, রিয়া রুদ্র, স্বস্তিকা বড়ুয়া, ত্রিপর্ণা কর্মকার, কনিকা ধর বাপ্পী, রিমা সেন, মেধা ধর, শ্রাবন্তী ভট্টাচার্য্য, কানিজ মুমতাজ প্রমুখ। বক্তাবা শীতার্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান।

পূর্ববর্তী নিবন্ধ২৮৫ শারীরিক প্রতিবন্ধীর প্রাথমিকে নিয়োগে হাইকোর্টের রায় আজ
পরবর্তী নিবন্ধইপিজেডে শ্রমিক বিক্ষোভ কেন