শীতার্তদের সহায়তায় ধনাঢ্যরা এগিয়ে আসুন : মেয়র শাহাদাত

| রবিবার , ২৯ ডিসেম্বর, ২০২৪ at ১১:১৬ পূর্বাহ্ণ

শীতার্ত দরিদ্র জনগণের সহায়তায় সমাজের ধণাঢ্যদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

গতকাল শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ১৪নং লালখান বাজার ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সিটি কর্পোরেশন শহীদ নগর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জানে আলম বাছার সঞ্চালনায় এবং মোঃ শামীম আহমেদ নান্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শাহ্‌ আলম, ইউসুপ জামাল, মোঃ নাসিম আহমেদ, নূর হোসেন উজ্বল, মনির উদ্দিন, রবিউল হোসেন বাবুল, আবু তাহের, দেলোয়ার, নাছির, সজিব, আলাউদ্দিন, জুয়েল, মুনছুর, মানিক, সুজন, আঃ খালেক, কবির প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, শীতার্ত মানুষের দুঃখদুর্দশা লাঘবে আমাদের সকলের এগিয়ে আসা উচিত। মানবিকতা এবং সামাজিক দায়িত্ববোধের কারণে যারা সমাজে সচ্ছল, তাদের দায়িত্ব আরো বেশি। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন, যারা শীতের তীব্রতা সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ছেন। এ ধরনের অবস্থায় সমাজের প্রতিটি সচ্ছল ব্যক্তিকে এগিয়ে এসে শীতার্তদের জন্য কম্বল, গরম কাপড় এবং অন্যান্য সহায়তা প্রদান করা জরুরি।

অনুষ্ঠানের শেষে মেয়র আরও একবার ধনাঢ্য ও সচ্ছল ব্যক্তিদের প্রতি আন্তরিক অনুরোধ জানিয়ে বলেন, “আপনাদের একটু সহায়তায় অনেক মানুষের জীবনে উষ্ণতা এবং স্বস্তি আসতে পারে। আসুন, আমরা সবাই মিলে একটি সহানুভূতিশীল সমাজ গড়ে তুলি, যেখানে কেউ অভাবের কারণে কষ্ট পাবে না।” এই বক্তব্যে তিনি সমাজের প্রতিটি স্তরের মানুষকে শীতার্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য একত্রিত হওয়ার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধপতিত স্বৈরাচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে
পরবর্তী নিবন্ধবিজয় দিবস উন্মুক্ত ক্রিকেট টুর্নামেন্টে এন্ট্রি আহ্বান