প্রতি বছরের ন্যায় এই বছরও শীতার্ত অসহায় পরিবারের মাঝে শীত উপহার বিতরণের জন্য জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতা–কর্মীদের হাতে কম্বল হস্তান্তর করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি।
তারই ধারাবাহিকতায় গতকাল বুধবার সকালে ছাত্রলীগ কর্মী সাফায়েত রায়হান শিহাবের মাধ্যমে আনোয়ারা উপজেলার ৪নং বটতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের অর্ধশত শীতার্ত পরিবারের মাঝে শীতের উপহার পৌঁছে দেওয়া হয়। এসময় ওয়ার্ড ছাত্রলীগের কর্মীরাও উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।