র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সন্ত্রাস দমন ও অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি মানবিক কার্যক্রমের মাধ্যমেও সমাজকল্যাণে অবদান রেখে চলেছে। দুর্যোগ ও দুঃসময়ে সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার বাস্তবায়ন করে চলেছে এই বাহিনী। অন্যান্য বছরের মতো এবারও শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে র্যাব ফোর্সেস।
গতকাল সোমবার চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে র্যাব–৭, চট্টগ্রাম। র্যাব–৭ এর অধিনায়কের পক্ষে ১৫০টি শীতবস্ত্র বিতরণ করেন উপ–অধিনায়ক মেজর মোঃ সানরিয়া চৌধুরী। বন্দর, পতেঙ্গা, আগ্রাবাদ, টাইগারপাস এবং ডিসি হিলস্থ নগরীর বিভিন্ন এলাকায় এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। শীতবস্ত্র পেয়ে অসহায় মানুষরা র্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। র্যাব–৭ এর লেফটেন্যান্ট কমান্ডার মোঃ তাওহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।