শীতার্তদের পাশে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন

| সোমবার , ২৪ জানুয়ারি, ২০২২ at ৮:২২ পূর্বাহ্ণ

 

আইইবি চট্টগ্রাম কেন্দ্র : প্রতি বছরের ন্যায় এবছরও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে চারশতাধিক শীতার্ত দুঃস্থ ও গরীব রোগীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এর অংশ হিসেবে গত শনিবার নগরীর সদরঘাটের কবি নজরুল ইসলাম সড়কে অবস্থিত চসিকের ইউনুস মিয়া মাতৃসদনে শীতবস্ত্র বিতরণ করা হয়। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন দুঃস্থদের মাঝে শীতবস্ত্র তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী এস এম শহিদুল আলম। এসময় কেন্দ্রের চেয়ারম্যান বলেন, আইইবি চট্টগ্রাম কেন্দ্র তার সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে সর্বদা নগরীর দুঃস্থ মানুষের পাশে ছিল এবং থাকবে। চট্টগ্রাম শহরের দেওয়ানবাজার, এনায়েতবাজার গোয়ালপাড়া এবং বোয়ালখালী, হাটহাজারী, রাউজানসহ বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝেও আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।

ফজলে করিম ফাউন্ডেশন : রাউজান প্রতিনিধি জানান, ফজলে করিম ফাউন্ডেশনের উদ্যোগে রাউজান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফারাজ করিম চৌধুরীর দেয়া এসব শীতবস্ত্র বিতরণকালে মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন, ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিদের মাধ্যমে কম্বল বিতরণ করা হয়। তিনি গত শনিবার পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দকে নিয়ে এসব কম্বল বিতরণ করেন। এ উপলক্ষে এক সমাবেশে সভাপতিত্ব করেন কাউন্সিলর জানে আলম জনি। বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর জেবুন্নেসা, অরুন বিজয় দাশ, মৃদুল দাশ গুপ্ত। উপস্থিত ছিলেন আবুল মনছুর খোকন, শিবু প্রসাদ ধর, আনোয়ারুল মোস্তাফা ইমরান, ডা. সাধন দাশ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধইঞ্জিনিয়ার আমীর আহমেদ রাশেদ শাহরিয়ারের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধজাহাজে গলায় ফাঁস দিয়ে সুকানির আত্মহত্যা