শীতবস্ত্র নিয়ে গরীব ও শীতার্ত অসহায়দের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
আলোর দিশা ফাউন্ডেশন : আলোর দিশা ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে গতকাল শুক্রবার কম্বল ও কার্পেট বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে কম্বল বিতরণী সভা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চবি অধ্যাপক ড. নুর হোসাইনের সভাপতিত্বে কোতোয়ালীস্থ ইয়াকুব আলী দোভাষ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পোর্টসিটি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর মাইনুল হাসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্ট মুক্তিযোদ্ধা মাকসুদ আহমদ, কামরুদ্দিন ছিদ্দিক জাহাঙ্গীর, ইসি সদস্য অধ্যক্ষ কাজী এস এম. মিসবাহুর রহমান, মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ। সভা উত্তর শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয় এবং লোহাগাড়াস্থ চরম্বা সোবাহানিয়া এতিমখানার হিফজ বিভাগের (বিডিআর হুজুরের মাদ্রাসা) জন্য কার্পেট প্রদান করা হয়। কার্পেট গ্রহণ করেন এতিমখানার পরিচালক হাফেজ মুহাম্মদ দেলোয়ার হোসেন। প্রধান অতিথি বলেন, “মানুষ মানুষের জন্য” শ্লোগানকে ধারণ করে আলোর দিশা ফাউন্ডেশন বহুমুখী মানবিক কাজ স্বচ্ছতার সাথে করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র, কম্বল, কার্পেট ইত্যাদি বিতরণ করা হচ্ছে। দরিদ্র, নিঃস্ব ও এতিমদের জন্য কাজ করতে পারা সৌভাগ্যের বিষয় বলেও তিনি মন্তব্য করেন। ড. নুর হোসাইন স্বাগত বক্তব্যে বলেন, শীতার্তদের কষ্ট লাঘব করা শুধু ছাওয়াবের কাজ নয়, এটি সামাজিক দায়িত্বও বটে। উক্ত বিতরণ কাজে সার্বিক সহযোগিতা করেন পিআরও ফখরুল ইসলাম, স্বেচ্ছাসেবক সাইফুল ইসলাম, মুহাম্মদ রিদোয়ান, মুহাম্মদ বিন ইয়ামিন।
ডাক দিয়ে যাই : বাউবি শিক্ষার্থী কল্যাণ অরাজনৈতিক সংগঠন ‘ডাক দিয়ে যাই’ বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল এর পক্ষ থেকে টাইগারপাস সংগঠনের কার্যালয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও শীতার্দের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ফরহাদ হোসেন, প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সম্পাদক ও চট্টগ্রাম অঞ্চলের সাবেক সম্পাদক ও কুয়াইশ বুড়িশ্বচর বিশ্ববিদ্যালয় ও কলেজের সাবেক ভিপি মহিউদ্দিন কাজল, সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক পারভেজ খান, উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক জয়নাল, বোরহান, লিটন, মিজান, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম সাকিল, অর্থ সম্পাদক সাদিয়া চৌধুরী, দপ্তর সম্পাদক রাসেল, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মান্নান, সহ আপ্যায়ন সম্পাদক মাসুম, সদস্য হান্নান, অনিক, সুমাইয়া প্রমুখ। দোয়া পরিচালনা করেন শিক্ষার্থী হাফেজ মো. সাইদুজ্জামান। দোয়া মাহফিলের পর শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
সদরঘাট থানার ৩০নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড : সদরঘাট থানার ৩০নং পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবুল মনসুরের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরঘাট থানার আমীর মুহাম্মদ আবদুল গফুর, থানা সেক্রেটারি সরওয়ার জাহান সিরাজি। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড আমীর হারুন অর রশিদ দিদার, ওয়ার্ড সেক্রেটারি কাউসার নেওয়াজ রাজি, ডাক্তার আবু বকরসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ উল্লাহ বলেন, শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের এগিয়ে এলে মানবিক সমাজ গঠন করা সম্ভব। তিনি এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আরএফপি বাংলাদেশ চ্যাপ্টার : রিলিজিয়নস ফর পিস (আরএফপি) বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে শীতবস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানে গত ৫ জানুয়ারি সন্ধ্যায় নগরীর দামপাড়ার টেলেন্ট স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরএফপি বাংলাদেশের প্রেসিডেন্ট প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য, সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. মাছুম আহমেদ, কোষাধ্যক্ষ কবি বিশ্বজিৎ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফারুক তাহের, নির্বাহী সদস্য প্রফেসর রণজিৎ কুমার দে, প্রফেসর মোহা. জসিম উদ্দীন, রেভারেন্ট কাঞ্চন বড়ুয়া, সমাজকর্মী মুক্তা চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে অংশ নেন আরএফপি বাংলাদেশ উইমেন চ্যাপ্টারের প্রেসিডেন্ট প্রফেসর ড. রাশেদা খানম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিশকাতুল মমতাজ মুমু, নির্বাহী সদস্য স্মৃতি রানী ভট্টাচার্য, জয়মালা বড়ুয়া ও শর্মিষ্ঠা তালুকদার। আরএফপি বাংলাদেশের নেতৃবৃন্দের নিজস্ব অর্থায়নে দামপাড়া, গরিবউল্লাহ শাহ মাজার ও এম এম আলী সড়ক সংলগ্ন এলাকার পথবাসী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।












