শীতার্তদের পাশে বিভিন্ন সংগঠন

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১ জানুয়ারি, ২০২৬ at ১১:২০ পূর্বাহ্ণ

শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংগঠন। বিতরণ করেছে কম্বলসহ শীতবস্ত্র। এ সময় বক্তারা দরিদ্র মানুষের দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান।

পাঞ্চজন্য গীতাপাঠক ও যন্ত্রশিল্পী সমন্বয় পরিষদ : পাঞ্চজন্য গীতাপাঠক ও যন্ত্রশিল্পী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান গত ৩০ ডিসেম্বর নগরীর জামালখানস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন পাঞ্চজন্য গীতাপাঠক ও যন্ত্রশিল্পী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক বনগোপাল চৌধুরী, অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী, জনতা ব্যাংকের প্রাক্তন ডিজিএম লায়ন শম্ভু দাশ, সবুজ চক্রবর্ত্তী।

এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি গীতা সুধাকর প্রদশর্ন দেবনাথ, সহসভাপতি টিটু চৌধুরী, সাধারণ সম্পাদক পণ্ডিত ছোটন চক্রবর্ত্তী, অর্থ সম্পাদক মিশন দও সপু, সহঅর্থ সম্পাদক বিনয় শীল উত্তম, দপ্তর সম্পাদক কাঞ্চন সূত্রধর, ত্রাণ পুনর্বাসন সম্পাদক রুবেল চক্রবর্ত্তী প্রমুখ।

চিটাগাং ইডেন ক্লাব : নগরীর পশ্চিম বাকলিয়ার সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন চিটাগং ইডেন ক্লাবের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান গত ২৯ ডিসেম্বর ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়। ক্লাবের স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. শাহজাহান হায়দারের সভাপতিত্বে ও ক্লাবের স্থায়ী কমিটির সদস্য মো. আদনানুল হক চৌধুরীর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. জাহেদ হোসেন। প্রধান বক্তা ছিলেন ক্লাবের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সোহেল। বিশেষ অতিথি ছিলেন ক্লাবের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এসএম আহসানুল কবির চৌধুরী টিটু, মো. সিরাজুল ইসলাম, মো. আজগর হোসেন ও নজরুল ইসলাম মিঠু প্রমুখ। উপস্থিত ছিলেন ইমরুল আজাদ জিমি ও মো. মোরশেদ, অ্যাড. তারেক হাসান মুন্না, মোহাম্মদ আরহাম, কাইফি হাবীব, মো. মানিক, মো. জামাল, মোহাম্মদ নাজিম, সাবিদ, হামিম, হালিম, রায়হান, শাহেদ, প্রিয়াল, সিয়াম প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ২শ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এপেক্স ক্লাব অব বান্দরবান : শীতার্ত ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এপেক্স ক্লাব অব বান্দরবানের উদ্যোগে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বান্দরবান পৌরসভার ১ নং ওয়ার্ডে ওসমান বিন আফনান হেফজখানা ও এতিমখানায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান মো. নুরুল আমিন চৌধুরী আরমান। বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশ ডিস্ট্রিক্ট৩ এর গভর্নর এপে. সৈয়দ মিয়া হাসান, পিডিজি এপে. কামাল পাশা, এপেক্স ক্লাব অব সাঙ্গুর সভাপতি বীরু লাল তৎচঞ্চা, হাফেজ রশিদ আহমেদ এবং এপে. নীলাধন তৎচঞ্চাসহ অন্যান্য এপেক্সিয়ানরা।

প্রধান অতিথি বলেন, শীতবস্ত্র বিতরণসহ মানবসেবামূলক কার্যক্রম এপেক্সের অন্যতম প্রধান অঙ্গীকার। সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। এপেক্স ক্লাব অব বান্দরবান আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড ধারাবাহিকভাবে অব্যাহত রাখবে।

পূর্ববর্তী নিবন্ধমাদকদ্রব্য, চোরাই মালামাল ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৬
পরবর্তী নিবন্ধপূর্ব কুলগাঁও শাহ আমানত হাউজিং সোসাইটিতে মিলাদ