নগরী ও উপজেলায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এসময় বক্তারা বলেন, দুস্থ ও অসহায়দের পাশে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

নিষ্ঠা ফাউন্ডেশন : হাটহাজারীর সরকারহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নিষ্ঠা ফাউন্ডেশনের পক্ষে কম্বল বিতরণ করা হয়েছে। গুমানমর্দন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমানের নেতৃত্বে এসময় সেখানে উপস্থিত ছিলেন নিষ্ঠা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ সালামত উল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া নিষ্ঠা ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা কার্যক্রমের আওতায় পুড়ে যাওয়া বসতঘরের ছাত্রছাত্রীদের পড়ালেখার জন্য পুস্তক সামগ্রী কিনে দেয়ার ব্যবস্থা করা হয়।

পূর্বাশার আলো : বোয়ালখালীতে সামাজিক সংগঠন পূর্বাশার আলো বোয়ালখালী উপজেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার পশ্চিম কধুরখীল তৈয়্যবীয়া দেলোয়ার আম্বিয়া মাদরাসাতুল মদীনার শিক্ষার্থীদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি মো. সাইফুদ্দিন খালেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সেল্ফ ফাউন্ডেশনের সভাপতি মো. আবু সাদেক। উদ্বোধক ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা আতিকুর রহমান আতিক। জাহিদ হাসানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার পরিচালক ইমরান হোসেন ক্বাদেরী। এছাড়া বক্তব্য রাখেন ইয়াছিন চৌধুরী, আকতার হোসেন, কামাল উদ্দিন, সোহেল রানা, সৈয়দ আরমান, মনির হোসেন, মো. মামুন, মো. সজল প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষ মানুষের জন্য। মানুষ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। আমরা চাই প্রতিটি মানুষ ভালোভাবে বেঁচে থাকুক। তাই আসুন সকলে যে যার অবস্থান থেকে শীতার্তদের পাশে দাঁড়ায়।

মমতাজ উদ্দিন ফাউন্ডেশন : মমতাজ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল দেওয়ানবাজার ওয়ার্ডে গরীবদের মাঝে সংরক্ষিত মহিলা কাউন্সিলর কার্যালয়ে কম্বল বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ শাহাদাত হোসেন রুলেম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেন গুপ্ত, ফাউন্ডেশনের জয়েন সেক্রেটারি রফিকুল ইসলাম, সদস্য মো. আরাফ।

আলোকিত সংগঠন : আলোকিত সামাজিক ও ক্রীড়া সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আজিম তালুকদারের পক্ষ থেকে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা আমির মাহমুদ খুসরু রাজু ও আলোকিত পরিবারের সদস্য মো. মিজান, মো. রিয়াজ, মো. রিয়াদ, মো. রোমেন, মো. মারুফ, মো. হিরু, মো. আকিব, মো. সাইফুল, মো. তানিম, মো. রুবেল, মো. আলমগীর, মো. মিজান, মো. তাহের, মো. শিহাব, মো. আশিক, মো. মুন্না, মো. আরিফ, শান্তু সহ অন্যান্য সদস্যবৃন্দ।

৮নং শুলাকবহর ওয়ার্ড : ৮নং শুলাকবহর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল হাসান রিপনের ব্যবস্থাপনায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক ও আওয়ামী লীগ নেতা মো. মহিউদ্দিন বাচ্চু। আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ফরিদ নেওয়াজ, সাইফুল ইসলাম, শাখাওয়াত হোসেন স্বপন, নূরুল আনোয়ার, শহীদুল ইসলাম শামীম, আবদুর রাজ্জাক দুলাল, খোকন চন্দ্র তাঁতি, আবু বকর চৌধুরী, রতন মল্লিক, সনত বড়ুয়া, আবুল বশর, এড. সৈয়দ রবি, সাইফুল করিম, মোহাম্মদ রুবেল প্রমুখ।
ছাত্রলীগ : মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেছেন, প্রচণ্ড শীত আর ঘন কুয়াশায় সারাদেশের মানুষের একবারেই বেহাল অবস্থা। পুরোদমে চলছে শীতকাল। নিম্ন আয়ের মানুষের দুর্ভোগও বাড়তে শুরু করেছে। গরম কাপড়ের অভাবে অসহায় মানুষগুলো রাতে ঘুমাতে পারে না। সমাজের উঁচুস্তরের মানুষজন পাশে দাঁড়ালে তারাও আরামে ঘুমাতে পারবেন। তাই এই শীতে, শীতার্ত মানুষের পাশে দাঁড়ান।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ছাত্রলীগের উদ্যোগে নগরীর পাঁচলাইশ থানার খতিবেরহাট মনুমিয়া মুন্সির বাড়ী প্রাঙ্গণে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার। কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সহ সম্পাদক নাঈম আশরাফের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. ফিরোজ। সঞ্চালনায় ছিলেন মো. তৌহিদুল ইসলাম রনি। এতে আরো উপস্থিত ছিলেন নুরুল আবছার, এম এ রহিম, সুমন দেবনাথ, আনোয়ারুল ইসলাম বাপ্পী, জাবেদুল আলম সুমন, আলমগীর কবীর, মঈন উদ্দিন, মিথুন মল্লিক, সায়েম তালুকদার, ইরফানুল হক বাপ্পী, জামাল উদ্দিন, সৈয়দ উজ্জ্বল প্রমুখ।

২৭নং উত্তর আগ্রাবাদ : নগরীর আগ্রাবাদ সিডিএ ৫নং রোডে উম্মুল কোরা কোরআন একাডেমির আবাসিক ছাত্রদের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচি গত ১১ জানুয়ারি অনুষ্ঠিত হয়। যুবলীগ নেতা কাজী আরিফের সভাপতিত্বে ও মো. আরমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু। বক্তব্য রাখেন ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আজিজ মোল্লা, মো. আক্তার হোসেন, নূরনবী পারভেজ, মো. লোকমান, ফরহাদ আব্দুল্লাহ, সারোয়ার হোসেন, মো. সাজিবুল ইসলাম সজিব, ফারুক হোসেন সুমন, টিপু খান, মো. জুয়েল, মো. মনির, আমির হোসেন, রমজান আলী, শাহিনুর বেগম, কারিমা আক্তার বিজলী, মামুন ভূঁইয়া, মো. দেলোয়ার, মাকসুদুর রহমান, সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান, আসিফ রাইসুল, মাইনুল হাসান সোহান, মো. রিমন, মিনহাজ, ফয়সাল, হৃদয়, রিমন, নবী, সাকিব, হিমেল, বাবু, রিশান, সজীব, আদর প্রমুখ।

পটিয়া : পটিয়া প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও কেন্দ্রিয় আ’লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার পক্ষ থেকে পটিয়ায় ১শ’ পরিবহন শ্রমিক পেল শীতবস্ত্র কম্বল। মঙ্গলবার উপজেলার বাসস্টেশনস্থ পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার। এতে বক্তব্য রাখেন মোহাম্মদ ইয়াছিন, মো. নুরুন্নবী, মোহাম্মদ নাছির। এসময় উপস্থিত ছিলেন, মো. নাজিম উদ্দিন, মো. বাহাদুর, আহমদ হোসেন, কাজী হিরণ, শফিকুল ইসলাম প্রমুখ।

রাঙ্গুনিয়ায় বেতাগী ইউনিয়ন পরিষদ : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা ও কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেতাগী ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান শফিউল আলম। প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নজির আহমদ। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছার তালুকদার, সাধারণ সম্পাদক এম এ হান্নান চৌধুরী। বক্তব্য দেন ইউপি সদস্য রফিক তালুকদার, মোহাম্মদ সাইদ, রেজাউল করিম, মোহরম আলী, সুফিয়া আকতার, রোজি আকতার, নারগিছ আকতার, ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন সবুজ, যুব মহিলালীগ নেত্রী রুবি আকতার, সলিমা বেগম। পরে ইউনিয়নের ৪০০ দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান।

দক্ষিণ জেলা পূজা উদ্যাপন পরিষদ : চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে আনোয়ারা উপজেলার পাঠানিকোটা দত্তের হাট কালী মন্দির প্রাঙ্গণে শুক্রবার অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পরিষদের সভাপতি সন্তোষ রঞ্জন দাশগুপ্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল দেবের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সাবেক সভাপতি বাবুল ঘোষ বাবুন, প্রণব দাশগুপ্ত, তাপস কুমার দে, আশীষ মিত্র, প্রদীপ দে প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ৩০০ অসচ্ছল ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

যুবলীগ : নগরীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। সাবেক ছাত্রনেতা সাইফুদ্দীন আহমদের সার্বিক ব্যবস্থাপনায় গতকাল কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মহানগর যুবলীগের সদস্য মোহাম্মদ সোহেল রানা। উপস্থিত ছিলেন তাজুদ্দীন রিজভী, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ সায়েম, মোহাম্মদ হাসান, তারেক হায়দার, আমিনুল ইসলাম লিটন, মোহাম্মদ সাইফুল ইসলাম, শাহনেওয়াজ রাজীব, সুমন, মোজাহেরুল ইসলাম রিপন, তৌকির আহম্মদ, টিপু, ইফতি, আনন্দ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

ত্রিপুরা ধাম আশ্রম : তিশরী শ্রীশ্রী ত্রিপুরা ধাম আশ্রমের ২০তম বর্ষপূর্তি উপলক্ষে মহতী ধর্মসভা, গীতাপাঠ প্রতিযোগিতা, শীতবস্ত্র বিতরণ, সংগীতাঞ্জলি ৫-৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন আশ্রমের অধ্যক্ষ স্বামী ভগবান চৈতন্য মহাদেব, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালন করেন আনোয়ারা উপজেলা পূজা পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার দোলন, উদ্বোধক ছিলেন আনোয়ারা রামকৃষ্ণ-সারদা সেবাশ্রমের সহ-সম্পাদক প্রণব দাশগুপ্ত। উৎসব উদযাপন পরিষদের সভাপতি খোকন দাশগুপ্তের সভাপতিত্বে ও সহ-সভাপতি শ্রীমান দাশ জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জন্মষ্টামী উদ্যাপন পরিষদের সভাপতি বাবুল ঘোষ বাবুন। উপস্থিত ছিলেন আজিজুল হক চৌধুরী বাবুল, আইনজীবী লায়ন শেখর দত্ত। আরো উপস্থিত ছিলেন কাঞ্চন দাশ, বিপ্লব দাশ, কানন দাশ ঝিশু, মিঠু মহাজন, সাজু দাশ, নুরুল হুদা, আলমগীর তালুকদার, নাজিম উদ্দীন প্রমুখ।












