চট্টগ্রাম জেলা প্রশাসকের আয়োজনে ও মানবিক চট্টলার সার্বিক ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় হতে প্রাপ্ত শীতবস্ত্র গতকাল নগরীর বায়োজিদ থানাধীন অন্ধ কলোনীর অন্ধ ও প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সম্মুখে প্রতিবন্ধী কার্যলয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোশরাফুল হক চৌধুরী পাবেলের সভাপতিত্ত্বে ও সহ–সভাপতি ইমরান খান রাফির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অন্ধ প্রতিবন্ধী সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম ও সদস্য রফিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন মানবিক চট্টলার সহ সভাপতি মো. সোহেল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মহসিন আরাফাত, আব্দুর রহমান, দপ্তর সম্পাদক ইফতিকার ইফতি, উপ দপ্তর এস এন নুর ইমন, সহ–সম্পাদক আকাশ বড়ুয়া, সদস্য ইমন ধর প্রমুখ।
পটিয়া করল মোহনানন্দ সেবাশ্রম : যোগপুরুষ সচ্চিতানন্দ বিগ্রহ স্বামী মোহনানন্দ অবধূত পরমহংস মহারাজ্জীর ১২৩তম জন্মতিথি উৎসব উপলক্ষে তিনদিন ব্যাপী কর্মসূচী পটিয়া করলে মোহনানন্দ সেবাশ্রমে মাঙ্গলিক উপাচারে পালিত হয়। কর্মসূচীতে ছিল গীতাপাঠ, ধর্মসভা, বস্ত্রবিতরণ, নামকীর্ত্তন, প্রসাদ বিতরণ প্রভূতি। গতকাল বিকেল সাড়ে ৪টায় কর্মসূচীর উদ্বোধন করেন স্বামী গিরিজানন্দ পুরী মহারাজ। সেবাশ্রমের অধ্যক্ষ সুভাষানন্দ অবধুতের সভাপতিত্বে অনুষ্ঠিত মহতী ধর্মসভা ও বস্ত্রবিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা দেবপ্রসাদ দাস দেবু। সম্মানিত অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন ভাগবতীয় বক্তা অধ্যাপক স্বদেশ চক্রবতী, চ.বি গবেষক ভাস্কর ডি.কে দাশ (মামুন) অধ্যক্ষ বিজয় লক্ষী দেবী এবং কবি শেখর নাথ, শিল্পী সমীর চন্দ্র সেন। বিবেকানন্দ নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শেষ পর্বে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
রাঙ্গুনিয়া সরফভাটা : রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের দুস্থ অসহায় ৮০০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির পক্ষ থেকে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এসব সহায়তা করা হয়। গতকাল সোমবার সকালে সরফভাটা ইউনিয়ন পরিষদ চত্বরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দীন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন।
যুবলীগ নেতা মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া পৌরসভার কাউন্সিলর মো. আবুল কাশেম, আওয়ামী লীগ নেতা আবুল কালাম মেম্বার, বীর মুক্তিযোদ্ধা কালাম চৌধুরী, জালাল আহমেদ, খোরশেদ আলম সুজন, ডা. আবুল ফজল, মো. হোসেন, হাজী ইলিয়াছ, আবুল কালাম, ইউপি সদস্য মাহবুবুল আলম, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, সাইফুদ্দিন আজম, নুরুল আলম, আব্দুল মোনাফ, শিরিন আকতার, ফিরোজা বেগম, জামাল উদ্দীন, মো. হাছান, ওয়াহিদ রায়হান প্রমুখ। একইদিন বিকালে সরফভাটা মীরেরখীল আশ্রয়ণ পল্লীর মাঠেও পরিষদের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা মুজিবুল ইসলাম সরফী।












