শীতার্তদের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ

| শুক্রবার , ২৮ জানুয়ারি, ২০২২ at ৮:৩৪ পূর্বাহ্ণ

ফজলুল আরাফাহ ফাউন্ডেশন : নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডে বসবাসরত অসহায় দুস্থদের মাঝে ফজলুল আরাফাহ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এহসান চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের সেক্রেটারি অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী, চান্দগাঁও থানা ছাত্রলীগের সহসভাপতি আব্দুল্লাহ আল আহসান হিমেল প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা এই শীত মৌসুমে অসহায়দের উষ্ণ ভালবাসা জানাতে বিত্তবানদের শীতবস্ত্র বিতরণে এগিয়ে আসার আহ্‌বান জানান।

কল্যাণ পার্টি দক্ষিণ জেলা : গতকাল বৃহস্পতিবার সাতকানিয়া কেরানীহাট বায়তুল শরফ মসজিদ মার্কেট চত্বরে বাংলাদেশ কল্যাণ পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টি স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস। কল্যাণ পার্টি দক্ষিণ জেলার সভাপতি এডভোকেট মোজাম্মিল হোসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মহানগর সহসভাপতি মুহাম্মদ মহিউদ্দিন, দক্ষিণ জেলার সহসভাপতি আবচার উদ্দিন, সেক্রেটারি কলিম উল্লাহ, অধ্যাপক ডা. কামাল উদ্দিন, মুহাম্মদ যাকারিয়া, সাদ্দাম হোসেন সায়মন ও নেজাম উদ্দিন প্রমুখ।

বাঁশখালী যুব মহিলা লীগ : বাঁশখালী প্রতিনিধি জানান, বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী কর্তৃক প্রদত্ত কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে কম্বল বিতরণকালে সভাপতিত্ব করেন কাউন্সিলর রোজিয়া সোলতানা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা যুব মহিলা লীগের সভাপতি অধ্যাপিকা রাওকাতুন নুর চৌধুরী প্রিয়াতা, বিশেষ অতিথি বাঁশখালী পৌরসভার নবনির্বাচিত মেয়র এডভোকেট তোফাইল বিন হোছাইন। বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আকতার হোছাইন, প্রনব কুমার দাশ, বদিউল আলম, আক্তার হোসেন, জাফর আহমদ, রশিদ আহমদ, নুসরাত জাহান প্রমুখ।

অদম্য পথিক ফাউন্ডেশন : সুয়াবিলের প্রত্যন্ত অঞ্চলে উত্তর হাজিরখিল কোদালিয়া পাড়া আল হাসনাইন রশিদিয়া সুন্নিয়া মাদ্রাসার সুবিধা বঞ্চিত শীতার্ত শিক্ষার্থী এবং এলাকার দরিদ্র বাসিন্দাদের মাঝে অদম্য পথিক ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শাহাদাদ হোসেন বাবু, মাওলানা রবিউল হোসেন, প্রধান শিক্ষক সালাউদ্দিন, সিনিয়র শিক্ষক মাওলানা মুবিন, সিনিয়র শিক্ষক শেখ ফরিদ, মুহাম্মদ আবু সামা, মুহাম্মদ রায়হান প্রমুখ।

আমাদের আলোকিত সমাজ : আমাদের আলোকিত সমাজের উদ্যোগে চট্টগ্রাম হালিশহর বি ব্লকে জেলে পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ আর কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র উপদেষ্টা একেএম বেলায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড মহিলা কাউন্সিলর হুরে আরা বিউটি, সংগঠনের ভাইস চেয়ারম্যান মিটুল দাসগুপ্ত, বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আব্দুল মান্নান রানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক চৌধুরী। উপস্থিত ছিলেন নাছির উদ্দিন সরকার, জাহিদুল ইসলাম মিঠু।

পূর্ববর্তী নিবন্ধপুতুল কান্তি বড়ুয়া
পরবর্তী নিবন্ধচন্দনাইশে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার