শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান

বিভিন্ন সংগঠনের শীতবস্ত্র বিতরণ

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২৩ ডিসেম্বর, ২০২১ at ১০:৪৫ পূর্বাহ্ণ

বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিতরণ করা হয়েছে শীতবস্ত্র। বিতরণ অনুষ্ঠানে বক্তারা শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
সীতাকুণ্ডে আমার উদ্যোগ : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ডে ‘আমার উদ্যোগ’ নামের সংগঠনের পক্ষ থেকে দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা মেহেরুন শান্তার সঞ্চালনায় সীতাকুণ্ড সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, ওসি আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সংগঠক নাহিদ চৌধুরী। মেহেরুন শান্তার ব্যক্তিগত উদ্যোগে ৫০অসহায় দরিদ্র ও প্রতিবন্ধীর মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে সংগঠক মেহেরুন শান্তা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমি দরিদ্রদের পাশে দাঁড়িয়েছি। আমার এ কাজে অনেকের অনুপ্রেরণা পেয়েছি। সমাজের উচ্চবিত্ত মানুষেরা শীতার্ত অসহায় মানুষগুলোর পাশে থাকলে সমাজ অনেক বেশি বাসযোগ্য হবে।
জয়ী : সামাজিক সংগঠন জয়ীর উদ্যোগে গতকাল বুধবার বিকাল স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর মোরশেদ আলম। লুৎফুন্নেসা বেগমের সভাপতিত্বে ও ফেরদৌসী ইয়াসমিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন আতিকুর রহমান, হাজী সিদ্দিক আহম্মদ, এম.এ.তাহের, দ্বীনবন্ধু দাশ গুপ্ত, আকতার ফারুক, তৌহিদুল আনোয়ার সেন্টু, এম.এ.মান্নান খান, জাফর আহমেদ, বজল আহম্মদ, শাহিনুল আলম প্রমুখ।
নাইক্ষ্যংছড়ি : নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি জানান, ঘুমধুম ইউনিয়নে রেজু-বরই তলী, তুমব্রু, উত্তর ঘুমধুম ও ঘুমধুমের বেতবনিয়া ও ঘুমধুম ইউনিয়ন পরিষদ চত্বরে ১ হাজার শীতার্তকে শীতবস্ত্র বিতরণ করেছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের সহধর্মিণী মে হ্লা প্রু মার্মা। এতে স্বাগত বক্তব্য রাখেন ঘুমধুম ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি খালেদ সরওয়ার হারেজ। সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. শফিউল্লাহ। এরপর ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের ৫ শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। একইদিনে ঘুমধুম ইউনিয়ন পরিষদ কমপ্লেঙ চত্বরেও শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি মে হ্লা প্রু মার্মা। বক্তব্য রাখেন বান্দরবান জেলা পরিষদ সদস্য সদস্য ফাতেমা পারুল,নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন, খাইরুল বশর চেয়ারম্যান। স্বাগত বক্তব্য রাখেন ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ।
জাফর আহমদ ফাউন্ডেশন : বাঁশখালী প্রতিনিধি জানান, বিজয়ের সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাঁশখালী ছনুয়ার ইঞ্জিনিয়ার জাফর আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাফর আহমদ, জান্নাতুল মাওয়া, ইঞ্জিনিয়ার জনি এম দাইয়ান, ডা. আয়েশা মুনমুন, নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার জিএম গোলাম নাঈম প্রমুখ।
রাউজানের আশ্রয়ন প্রকল্প : রাউজান প্রতিনিধি জানান, রাউজানে ভূমিহীন পরিবারসমূহকে দেয়া আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের মাঝে ঘরের দলিল ও কম্বল বিতরণ করেছে রাউজান উপজেলা প্রশাসন ও পৌরসভা। গত মঙ্গলবার এসব দলিল ও কম্বল দেয়া হয় পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের করিমনগর আশ্রয়ণ প্রকল্পে ঘর বরাদ্দ পাওয়া বাসিন্দাদের।উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ ও পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ স্থানীয় কাউন্সিলর জানে আলম জনি, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোরশেদকে সাথে নিয়ে পরিবারগুলোর সাথে দেখা করেন।

পূর্ববর্তী নিবন্ধজনগণের অধিকার আদায়ের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে
পরবর্তী নিবন্ধতথ্য বিভাগের আধুনিকায়ন ও স্থানান্তরিত অফিসের উদ্বোধন