গেস বাই এন্ড সেল বিজনেস কমিউনিটি
গেস বাই এন্ড সেল বিজনেস কমিউনিটি টিম চট্টগ্রামের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নগরীর জামাল খান সেন্ট মেরীস স্কুল গেইটে আয়োজিত অনুষ্ঠানে কবির হোসেন ও সিইউ রাব্বি উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এতে উপস্থিত ছিলেন নাহিদ সুলতানা হাবিবা, রিশদা মজুমদার, মোসকান চৌধুরী, শারমিন আক্তার। এতে প্রায় ১৫০ জন শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। অন্যান্যদের মধ্যে সোমা, মমতাজ বেগম, জাহিদা সুলতানা, নাজমা জয়, রোমানা নাসির প্রমুখ উপস্থিত ছিলেন।
আলো
সীতাকুণ্ড প্রতিনিধি জানান, ‘আলো’ মানবিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে দক্ষিণ ইদিলপুর বদিউল আলম প্রাথমিক বিদ্যালয়ে দুস্থদের শীতবস্ত্র ও প্রতিবন্ধীদের উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের উপদেষ্টা জামাল উল্যাহর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম সাদেকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সাংস্কৃতিক পরিষদের সভাপতি সভাপতি সুরাইয়া বাকের। বিশেষ অতিথি ছিলেন ইপসার শাখা ব্যবস্থাপক মো. দিদারুল আলম, স্বপ্নীল চাইল্ড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আতাউল হাকিম আরিফ, আলোর সভাপতি হারুন উর রশিদ, ইপসা উইশ টু এ্যাকশন প্রকল্প কর্মকর্তা জেসমিন আক্তার, মো. হারুন, মো. মিলাদুন্নবী, আনসারা বেগম, ডলি রানী শীল, নিলা চৌধুরী, মাকসুদ ইসলাম, আশরাফ শোভন প্রমুখ। প্রধান অতিথি বলেন, আলো সংগঠন সমাজের দুস্থ, অসহায় ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য নিরলস কাজ করছে। বর্তমান সময়ে আমাদের যুব সমাজ যেখানে অবক্ষয়ের দরোজায় কড়া নাড়ছে সেখানে আলো সংগঠনটি মানবিক মূল্যবোধের ভিত্তিতে কাজ করে অনন্য নজির স্থাপন করছে। আলো এসেছে সমাজের অন্ধকার দূর করে আলোর বিচ্ছুরণ ঘটাতে।
বাঁশখালী ব্লাড ব্যাংক
বাঁশখালী প্রতিনিধি জানান, বাঁশখালী ব্লাড ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ গতকাল ছনুয়া ইউনিয়নের খুদুকখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের এডমিন ফারুকুল ইসলাম সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক সজীব নমঃ শুভ। সংগঠনের এডমিন আবু হানিফের সঞ্চালনায় অনুষ্টানে অতিথি ও উপস্থিত ছিলেন ব্লাড ব্যাংকের উপদেষ্টা লায়ন মুনমুন দত্ত মুন্না, উপদেষ্টা সাংবাদিক কল্যাণ বড়ুয়া, ডা. আসিফুল হক, কায়েস সরোয়াার সুমন, এডভোকেট মুহাম্মদ দিদারুল আলম, সুমির কান্তি সিকদার, অরুণ জয় ধর, মোহাম্মদ জসিম, মোজাম্মেল হক, আব্দুর রহমান, লোকমান নান্টু কান্তি দাশ, রুপন কান্তি দে, আতিক উল ইসলাম, সরওয়ার হোসেন, খোরশেদুল আলম, তামজিদুর রহমান, আরিফুল ইসলাম, আশেক এলাহী, সানি বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকার ১ শত পরিবারকে কম্বল এবং ৫শত মাস্ক বিতরণ করা হয়।
ধোপাছড়ি সমিতি চট্টগ্রাম
চন্দনাইশ প্রতিনিধি জানান, ধোপাছড়ি ইউনিয়নের ৬শ হতদরিদ্র শীতার্ত মানুষ পেল শীতবস্ত্র। সম্প্রতি ধোপাছড়ি সমিতি চট্টগ্রামের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে ধোপাছড়ি শীলঘাটা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক সোহেল রানা খোকন, সিনিয়র সহ-সভাপতি আবু ফয়েজ চৌধুরী, সহ-সভাপতি সালেহ আহমেদ, টিএম সেলিম উদ্দিন, জিয়াউর রহমান, মুসা কাজেম, রবিউল ইসলাম সিদ্দিকী, জামাল উদ্দিন সোহেল, আরিফুল ইসলাম, আখতার জামান, রাশেদুল ইসলাম, ইফতেখার সোহেল, এনামুল হক, তাহসান জিকো, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ আলী, জিয়াউর রহমান, মনিরুল হক, মোহাম্মদ মঈনউদ্দীন, মোহাম্মদ তারেক, মোস্তাক সওদাগর প্রমুখ।
এইচপিএফ
এইচপিএফ এর উদ্যোগে ৪র্থ ধাপে ছিন্নমূল শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ গত ২২ জানুয়ারি ডিসি হিলের নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা বাবুল কান্তি দাশ। বিশেষ বক্তা ছিলেন উপদেষ্টা অরূপ কুমার দে, সুমন দে। আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা হৃদয় দে, তুলি দাশগুপ্তা, সভাপতি অন্তু দে, সাধারণ সম্পাদক রিক্ত দত্ত, সৌম্য দে, জয় দাশ, আনন্দিতা দাশ, প্রিয়া ভট্টাচার্য্য প্রমুখ।












