চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য শিবু দাশ গুপ্তের পক্ষ থেকে নগরীর বিভিন্ন জায়গায় এবং গ্রামাঞ্চলে কম্বল বিতরণ করা হয়েছে। রাতের ১২টা থেকে বিভিন্ন জায়গায় বাছাই করা অসহায়-দরিদ্রদের মাঝে এসব কম্বল বিতরণ করছেন শিবু। ইতিমধ্যে গ্রামাঞ্চলেও বেশ কিছু কম্বল পাঠিয়ে দেওয়া হয়েছে।
শিবু দাশ গুপ্ত জানান, তার সহকর্মীরা নিয়ে প্রায় ১ হাজার কম্বল বিতরণ করার সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। তবে এই মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে যদি আরো কম্বল প্রয়োজন হয় তাও বিতরণ করা হবে। এক সপ্তাহ যাবৎ এ কর্মসূচি চলবে বলেও জানান তিনি। এতে সহযোগিতা করেন ব্ল্যাক এগ্রোফার্মার পরিচালক মো. তাহামিদ ফাইয়াজ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগ নেতা মো. তাসিম, মো. সাদ্দাম, সৌমেন দাশ প্রমুখ।